তামিলনাড়ুতে বিহারের পরিযায়ী শ্রমিককে মারধরের ভিডিও মিথ্যা বলে দাবি জানালেন তামিলনাড়ুর ডিজিপি । পুলিশের দাবি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছাড়া হয়েছে তা মিথ্যা। তামিলনাড়ুতে বিহারী পরিযায়ী শ্রমিককে মারধরের ঘটনায় ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে বিহারের বিধানসভা।
ঘটনার জেরে বিহারের মুখ্য সচিব এবং ডিজিপিকে কথা বলে বিষয়টি দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তবে তামিলনাড়ুর ডিজিপি শৈলেন্দ্র বাবু জানিয়েছেন। যে দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে তা ভুয়ো। যাদের মধ্যে একটি ঘটনা যা দুই বিহারী গোষ্টির মধ্যে সমস্যার কারণে হয়। এবং আরও একটি ভিডিও যেটি কোয়েম্বাটোরে স্থানীয় মানুষদের মধ্যে ঝামেলার ছবি। আর এই দুটি ভিডিওই বিহার থেকে পোস্ট করা হয়েছে বলে দাবি ডিজিপির। যদিও ডিজিপির এই বয়ানের পর বিহার পুলিশের পক্ষ থেকে এই ভিডিটিকে ভুয়ো বলেই জানানো হয়েছে।
ঘটনার পরপরই ত্রিপুর পুলিশের পক্ষ থেকে পরিযায়ীদের সাহায্য করার জন্য একটি আলাদা দফতর খোলা হয়েছে। এই ধরনের ভুয়ো ভিডিও দেখে যেন পরিযায়ী শ্রমিকরা যাতে বিভ্রান্ত এবং আতঙ্কিত না হয় তার জন্য সচেতনতামূলক ব্যবস্থাও নিচ্ছে পুলিশ।
যদিও ঘটনার সত্যতা যাচাইয়ে বিহার সরকারের পক্ষ থেকে ৪ জনের একটি দল তামিলনাড়ুতে পাঠানো হবে বলে জানা গেছে।
#WATCH | A four-member team from the Bihar government will visit (Tamil Nadu) today and take stock of the situation: Bihar CM Nitish Kumar over alleged "attacks" on migrant labourers in Tamil Nadu pic.twitter.com/1HYEzRxFty
— ANI (@ANI) March 4, 2023
Message from The Director General of Police / HoPF
Tamil Nadu @bihar_police @NitishKumar https://t.co/cuzvY48sFk pic.twitter.com/vqKm4tANcx
— Tamil Nadu Police (@tnpoliceoffl) March 2, 2023