দিল্লি, ২৪ জুলাই: লোকসভায় বাজেট (Budget) পেশের পরদিনই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে সুর চড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যদি নিজের রাজনৈতিক পছন্দ, অপছন্দকে বেশি গুরুত্ব দেন, তাহলে তিনি একা হয়ে পড়বেন ক্রমশ। এবারের বাজেটে বিহার এবং অন্ধ্রের জন্য বরাদ্দ বাড়ানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে। তার বিরুদ্ধেই সুর চড়ান স্ট্যালিন। তিনি বলেন, যে বাজেট হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নিজের জোটসঙ্গী এবং বন্ধুদের শান্ত করেছেন। দেশের জন্য কিছু করেননি বলে অভিযোগ করেন এম কে স্ট্যালিন।
বাদল অধিবেশন শুরু হতেই রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের মধ্যে বিভাজন করেছে বলে অভিযোগ করা হয়। রাজ্যসভায় বিরোধীদের ওয়াকআউটের পরপরই নিজের সোশ্যাল হ্যান্ডেলে যে স্টেটাস শেয়ার করেন, সেখান প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।