Chola-Era Bronze Ido (Photo Credit: Twitter)

চেন্নাই: এক জার্মান দম্পতির (German couple) বাড়ি থেকে উদ্ধার হল চোল যুগে (Chola-era) তৈরি তিনটি ব্রোঞ্জের (Bronze) মূর্তি। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) অরোভিল্লিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে অরোভিল্লি এলাকার এক জার্মান দম্পতির বাড়িতে তল্লাশি চালায় তামিলনাড়ু পুলিশের আইডল উইং। ইনস্পেক্টর ইন্দিরার নেতৃত্বে তদন্তকারী দল বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর চোল যুগে তৈরি ব্রোঞ্জের ভগবান নটরাজ, আম্মান ও চন্দ্রশেখরের মূর্তি উদ্ধার হয়। ৮০ বছরের বৃদ্ধ পপ্পো পিঙ্গল ও তাঁর স্ত্রী মোনার বাড়ি থেকে এই মূতি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে।

পুলিশ সূত্রে খবর, বাড়ির প্রথম তলায় লুকিয়ে রাখা ছিল কয়েক কোটি টাকা মূল্যের ওই ব্রোঞ্জের মূর্তিগুলো। জার্মান দম্পতির কাছ থেকে ওই মূর্তিগুলোর কোনও কাগজ পাওয়া যায়নি। কীভাবে তাঁরা এটা পেলেন সেই সম্পর্কেও কিছু জানাতে চাননি।

তামিলনাড়ুর সিআইডি (CID) ডিপার্টমেন্টের আইডল উইংয়ের (Idol wing) ডিজিপি (DGP) জয়ন্ত মুরলি জানান, ওই জার্মান দম্পতি ভারত থেকে প্রাচীন মূর্তি চুরি করে জার্মানিতে বিক্রি করত কিনা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে ওই মূর্তিগুলি তাদের কাছে এলো জানার চেষ্টা চলছে তারও।