এবার লোকসভা ভোটে তামিলনাড়ুতে ভরাডুবি হয় বিজেপির। রাজ্য সভাপতি কে.আন্নামালাই (K.Annamalai) বড় দাবি করলেও শেষ পর্যন্ত তামিলনাড়ুতে একটা আসনেও জিততে পারেনি নরেন্দ্র মোদীর দল। নিজের কেন্দ্রেও কোয়াম্বাটোরেও হেরেছিলেন আন্নামালাই। এআইএডিএমকে-র সঙ্গে জোট না গড়ে একা লড়ার সিদ্ধান্তটাও বিজেপির পক্ষে বেশ কিছু জায়গায় বুমেরাং হয়েছে। মোদী-শাহ, নাড্ডা-রা আন্নামালাইকে যাবতীয় শক্তি নিয়ে সমর্থন করলেও কোনও লাভ হয়নি। ভোটে ভরাডুবির পর আন্নামালাই কটা মাস ছুটিতে চলে যান। তবে এবার ব্যর্থতা ঝেরে ফের তামিল রাজনীতিতে ফিরলেন আন্নামালাই।
তামিলনাড়ু বিজেপির সভাপতি দাবি করলেন, লোকসভা ভোটে বিজেপি আসন না পেলেও একেবারে খারাপ ফল করেনি।
লোকসভায় আসন না পেলেও ফল খারাপ হয়নি, দাবি তামিলনাড়ু বিজেপির প্রধান আন্নামালাই-য়ের
#WATCH | Tamil Nadu BJP President K Annamalai says, "..We have increased our vote share, expanded our base, and come second in 72 Assembly constituencies, in 37% of booths we have come either first or second in Tamil Nadu...This is progress. We are halfway through. Starting from… pic.twitter.com/igtiwNQhyV
— ANI (@ANI) August 27, 2024
যুক্তি হিসেবে আন্নামালাই বললেন, " আমাদের ভোটপ্রাপ্তির হার বেড়েছে। আমরা রাজ্যের ৭২টি বিধানসভা দ্বিতীয় স্থানে থেকেছি। সঙ্গে তামিলনাড়ুর ৭২ শতাংশ বুথে প্রথম বা দ্বিতীয় স্থানে আছি। আমরা ঠিক পথে এগোচ্ছি। পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের জাতীয় পর্যায়ে সদস্যপদ গ্রহণ শুরু হচ্ছে। এতে আমাদের ভিত্তি শক্ত হবে। আমরা তামিলনাড়ুতে লড়ে চলেছি। ৪ জুনের পর থেকে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে। আমরা জানি আমরা এখন কোন জায়গায় দাঁড়িয়েছে। এটাও জানি ডিএমকে, এআইএডিএমকে কোন জায়গায় দাঁড়িয়ে।"