Hijab, Representational Image (Photo Credit: ANI/Twitter)

চেন্নাই, ২৬ মে: মহিলা চিকিৎসক (Doctor) কেন হিজাব পরেছেন, তা নিয়ে তর্ক জুড়ে দেন তামিলনাড়ুর নাগাপাট্টিনামের এক বিজেপি (BJP) কর্মী। নাগাপাট্টিনামের একটি স্বাস্থ্যকেন্দ্রে রাতের শিফট করার সময় এক মহিলা চিকিৎসককে হিজাব পরতে দেখায়, তাঁর সঙ্গে বিতর্ক শুরু করেন ভুবনেশ্বর রা ম নামের ওই বিজেপি কর্মী। জন্নত ফিরদৌস নামে ওই মহিলা চিকিৎসক হিজাব পরে কেন সরকারি স্বাস্থ্য়কেন্দ্র হাজির হয়েছেন, তা নিয়ে তুমুল হইহট্টগোল জুড়ে দেন ভুবনেশ্বর রাম।

এরপর ভুবনেশ্বর রাম মহিলা চিকিৎসকের পোশাক নিয়ে চিৎকার, চেঁচামেচি শুরু করলে, আশপাশের প্রত্যেকে ভিডিয়ো করেন। বিষয়টি নিয়ে তোলপড় শুরু হলে, স্থানীয় থানায় খবর যায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং ভুবনেশ্বর রাম নামের ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।