তামিলনাড়ুর কল্লাকুরিচি জেলায় বিষ মদ খেয়ে মৃত্যু হল ২৫ জনের। বিষাক্ত মদের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও জনা ২০। পুলিশ সূত্রের মৃতদের সকলেই দিনমজুর৷ মঙ্গলবার রাতে কল্লাকুরিচি শহরের করুণাপুরম এলাকায় বেআইনি মদ বিক্রেতাদের থেকে ওই বিষমদ পান করেন সকলে ৷এরপর বাড়ি ফিরে তারা অসুস্থ বোধ করতে থাকে ৷ শুরু হয় মাথা যন্ত্রণা, পেটে ব্যথা, বমি ৷ এরপর তাদেরকে কল্লাকুরিচি মেডিক্যল কলেজে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ২৫ জনের ৷
#WATCH | Tamil Nadu: At least 25 people died and several hospitalised after reportedly consuming illicit liquor in Kallakurichi district.
Latest visuals from Kallakurichi Government Medical College pic.twitter.com/7NTzv3NclS
— ANI (@ANI) June 20, 2024
২০ জনেরও বেশি মেডিক্যাল কলেজেই ভর্তি হলেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের পুদুচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে স্থানান্তরিত করা হয় ৷
#WATCH | Puducherry: 15 people admitted to JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) last night after alleged consumption of the liquor in Kallakurichi district area of Tamil Nadu. pic.twitter.com/oQYC1nr6g9
— ANI (@ANI) June 20, 2024
কল্লাকুরিচিতে বেআইনি বিষ মদের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯, আজ সকালে কল্লাকুরিচি জেলার কালেক্টর এমএস প্রশান্ত সেই সংখ্যা নিশ্চিত করেছেন।
Death toll due to alleged illicit liquor consumption in Kallakurichi rises to 29, confirms Kallkurichi District Collector MS Prashanth.#TamilNadu https://t.co/OhawkUyva2 pic.twitter.com/hNazFR671B
— ANI (@ANI) June 20, 2024
দুঃখপ্রকাশ করে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "কল্লাকুরিচিতে বিষাক্ত মদ পান করে মানুষের মৃত্যুর ঘটনায় আমি বিস্মিত এবং একইসঙ্গে দুঃখিত ৷ ঘটনায় জড়িত সকলেই ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ৷ যে সকল প্রশাসনিক আধিকারিক এই জঘন্য ঘটনা রুখতে ব্যর্থ হয়েছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এহেন অপরাধের সঙ্গে জড়িত বাকিদের চিহ্নিত করা গেলে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ৷ সমাজকে নষ্ট করার এহেন জঘন্য অপরাধ কড়া হাতে দমন করা হবে ৷"
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள்… pic.twitter.com/QGEYo9FWJq
— M.K.Stalin (@mkstalin) June 19, 2024