নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডের(R G Kar Case) প্রতিবাদে যখন উত্তাল দেশ-বিদেশ, ন সামনে এল আরও এক যৌন হেনস্থার (Sexual Assault)খবর। এ বার এনসিসি ক্যাম্পে(NCC Camp) ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ। ভুয়ো এনসিসি ক্যাম্পে ছাত্রীদের ডেকে পাঠিয়ে যৌন হেনস্থা করা হত বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর(Tamil Nadu) কৃষ্ণগিরিতে। জানা গিয়েছে, একটি বেসরকারি স্কুলে ভুয়ো এনসিসি ইউনিট খোলা হয়েছিল। ভুয়ো ক্যাম্পের আয়োজক স্কুলের প্রিন্সিপাল এবং দুই শিক্ষক। সেখানেই একটি স্কুল থেকে তিনদিনের জন্য ছাত্রছাত্রীদের পাঠানো হয়। ওই ক্যাম্পে ছাত্রীদের ডেকে তাঁদের সঙ্গে অভাব্য আচরণ করা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতারা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এটি একটি নকল ন্যাশনাল ক্যাডেট কর্পস ক্যাম্প। স্কুল কর্তৃপক্ষ যাচাই না করেই সেখানে ৪১ জন ছাত্রছাত্রীকে পাঠিয়েছিল। তাঁদের মধ্যে ১৩ জন ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। একে-একে তাঁদের অডিটোরিয়ামের ভিতরে ডেকে যৌন হেনস্থা করা হয় বলে জানিয়েছেন নির্যাতিতারা। বাড়ি ফিরে পুলিশের কাছে এই ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। তদন্তে নেমে এই ভুয়ো এনসিসি ক্যাম্পের হদিস পায় পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় ভুয়ো ক্যাম্পের আয়োজক স্কুলের প্রিন্সিপাল, দুই শিক্ষকসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।
At least 13 girls were allegedly sexually abused and one of them sexually assaulted at a fake NCC camp in Tamil Nadu's Krishnagiri.
"The school authorities were aware of the sexual offences but chose to suppress the matter instead of informing the police. The students were… pic.twitter.com/TN8LCGtB8E
— NDTV Profit (@NDTVProfitIndia) August 19, 2024