দিল্লি, ৩ অগাস্ট: আফগানিস্তানে (Afghanistan) শিখ (Sikhs ) সম্প্রদায়ের মানুষের জীবনযাপন ক্রমশ দুর্বিসহ হয়ে উঠছে। তালিবান শাসনে কোনওভাবেই সেখানে শিখ সম্প্রদায়ের মানুষ থাকতে পারছেন না। সেই কারণে আফগানিস্তান থেকে ৩০ জন শিখ বুধবার ভারতে আসেন। কাবুল থেকে আজ তাঁরা দিল্লিতে(Delhi) নামেন। দিল্লিতে ফিরে ভারত সরকারকে ধন্যবাদ জানান তাঁরা।
সেই সঙ্গে আফগানিস্তান ফেরৎ শিখরা বলেন, তাঁদের বহু আত্মীয়স্বজন এখনও আফগানিস্তানে আটকে রয়েছেন। তাঁদের ফেরানোর বিষয়ে ভারত সরকার যাতে পদক্ষেপ করে, সে বিষয়ে আবেদন জানান তাঁরা।
Delhi | 30 Afghan Sikhs arrive in Delhi
"We are grateful to the Government of India. The situation there is turning worse by the day. Sikhs are being targeted. Some of our relatives are still stranded there. We urge the government to rescue them too," said a returnee. pic.twitter.com/D06QfeLd9A
— ANI (@ANI) August 3, 2022
আরও পড়ুন: Pune: সাবধান! ৪০০ টাকার কেকের অর্ডার দিয়ে ১.৬ লক্ষ খোয়ালেন মহিলা
প্রসঙ্গত আফগানিস্তানের অবস্থা ক্রমশ ভাল হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থাও উন্নত হচ্ছে আগের তুলনায়। ফলে হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষ যাতে ফের আফগানিস্তানে ফেরৎ যান, সে বিষয়ে তালিবান ২.০ সরকারের তরফে আবেদন জানানো হয়। বিশ্বের কাছে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে আফগানিস্তান ছেড়ে আসা হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষকে সে দেশের ফেরৎ যাওয়ার আবেদন জানানো হয়। তবে তালিবান সরকার মুখে যা-ই বলুক না কেন, সেখানে সংখ্যালঘু মানুষের অবস্থা ক্রমশ যে খারাপ হচ্ছে, তা স্পষ্ট।