Taj Mahal (Photo Credits: IANS)

Taj Mahal: আগ্রা (Agra)-র তাজমহলের মুকুটে নয়া পালক। বিখ্যাত পর্যটন সংস্থা 'টাইম আউট'(Time Out)-এর বিচারে বছরের সবচেয়ে সুন্দর স্থাপত্যের স্বীকৃতি পেল তাজমহল। আধুনিক সপ্তম আশ্চর্য তাজমহল হল সাদা মার্বেলের মুঘল স্থাপত্যের নিদর্শন, সম্রাট শাহজাহানের নির্মিত, তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের স্মরণে ১৬৩২-১৬৫৩ সালে নির্মিত হয়েছিল। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় থাকা তাজমহল তার অপূর্ব প্রতিসাম্য, জটিল নকশা এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য বিখ্যাত।

গত বছর পিসার মিনার এই স্বীকৃতি পেয়েছিল

গত বছর এই সংস্থার বিচারে সবচেয়ে সুন্দর স্থাপত্য়ের স্বীকৃতি পেয়েছিল ইতালির ঝুঁকে পড়া টাওয়ার 'পিসার মিনার'। গত বছর দেশ, বিদেশ থেকে মোট সাড়ে ১২ কোটি দর্শনাথীতে তাজমহল দেখতে যান।

তাজমহলের মুুকটে নয়া পালক

তাজমহলের পিছনে আছে সিঙ্গাপুরের 'মেরিনা বে স্যান্ডস'

এবার 'টাইম আউট'সংস্থার বিচারে তাজমহলের ঠিক পরেই চলতি বছর বিশ্বের সবচেয়ে সুন্দর স্থাপত্য বা ভবনের মর্যাদা পেল সিঙ্গাপুরের 'মেরিনা বে স্যান্ডস'। তিনটি ৫৫ তলা টাওয়ার এবং উপরে স্কাইপার্ক সহ এই আধুনিক স্থাপত্য তার পদ্ম ফুলের আকৃতির আর্টসায়েন্স মিউজিয়ামের জন্য বিখ্যাত। তালিকার তিন নম্বরে আছে ডেনামর্কের ভেজলে শহরে ১৫০,০০০ বর্গফুট এলাকায় ১০৫টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের 'দ্য ওয়েভ'। প্রথম পাঁচে আছে জাপানের জাদুকর ওসাকা ক্যাসল ও স্পেনের বার্সেলোনার আন্তোনি গৌদির নকশাকৃত এই মডার্নিস্ট ভবন 'কাসা মিলা'।