দিল্লি, ২০ মার্চ: বিহারের (Bihar) বেগুসরাই (Begusarai) বিশ্বের সবেচেয় দূষিত মেট্রোপলিটন শহর। ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। যেখানে বিহারের বেগুসরাইকে পৃথিবীর সবেচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। বেগুসরাইয়ের পাশাপাশি সুইস রিপোর্টে উঠে এসেছে দিল্লির (Delhi) নামও। যেখানে দেখানো হয়েছে, গোটা বিশ্বে যেকটি শহর রয়েছে, তার মধ্যে দিল্লির বায়ু সবচেয়ে দূষিত। নোংরা এবং দূষিত বায়ুর নিরিখে দিল্লির নাম প্রথম সারিতে উঠে এসেছে। সুইস সংস্থা IQAir-এর তরফে এই সমীক্ষা চালানো হয়। যেখানে দিল্লির নাম উঠে আসে সবচেয়ে দূষিত বায়ুর এলাকা হিসেবে।
বিশ্বের যে ১৩৪টি দেশের মধ্যে সমীক্ষা চালানো হয় বায়ুর গুনগত মানের নিরিখে, সেখানে ভারতের নাম উঠে আসে তৃতীয়তে।