দিল্লি, ১৭ মে: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আপ্ত সহায়ক বিভব কুমারের হাতে হেনস্থার অভিযোগে যখন স্বাতী মালিওয়াল এফআইআর দায়ের করেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এই ভোটের বাজারে। স্বাতী মালিওয়াল (Swati Maliwal) ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর অর্থাৎ বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন। যা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক টানাপোড়েন। স্বাতী মালিওয়ালের ঘটনায় রাজনৈতিক টানাপোড়েনের মাঝে আপ সাংসদ ফের ট্যুইট করেন।
স্বাতী মালিওয়াল এবং সোজাসুজি বিভব কুমারের বিরুদ্ধে তোপ দাগেন। কেজরিওয়ালের আপ্ত সহায়কের নাম না করেই তাঁর বিরুদ্ধে তোপ দাগেন মালিওয়াল। তিনি বলেন, প্রত্যেকবারের মতো এবারও নিজেকে বাঁচানোর চেষ্টা শুরু করেছেন এই রাজনৈতিক 'হিটম্যান'। কোনও প্রসঙ্গ ছাড়াই নিজের লোকদের টুইট এবং ভিডিওর মাধ্যমে, তিনি মনে করেন যে এই অপরাধ করে বেঁচে যাবেন । কাউকে মারধর করার ভিডিও কে বানায়? ওইদিন নির্দিষ্ট জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই আসল ঘটনা সবার সামনে উঠে আসবে বলে মন্তব্য করেন স্বাতী।
দেখুন ট্যুইট...
हर बार की तरह इस बार भी इस राजनीतिक हिटमैन ने ख़ुद को बचाने की कोशिशें शुरू कर दी हैं।
अपने लोगों से ट्वीट्स करवाके, आधि बिना संदर्भ की वीडियो चलाके इसे लगता है ये इस अपराध को अंजाम देके ख़ुद को बचा लेगा। कोई किसी को पीटते हुए वीडियो बनाता है भला? घर के अंदर की और कमरे की CCTV…
— Swati Maliwal (@SwatiJaiHind) May 17, 2024
আপ সাংসদের তোপ, আপনি যে কোনও পর্যায় পর্যন্ত পৌঁছতেই পারেন কিন্তু ঈশ্বর সব দেখছেন। একদিন সবার সত্য পৃথিবীর সামনে চলে আসবে।