Swati Maliwal (Photo Credit: ANI)

দিল্লি, ১৭ মে: স্বাতী মালিওয়ালের (Swati Maliwal) হেনস্থাকাণ্ডে পারদ ক্রমশ চড়ছে। বিভব কুমারের (Bibhav Kumar) বিরুদ্ধে স্বাতী মালিওয়ালের অভিযোগের ভিত্তিতে এবার  দিল্লি পুলিশের আধিকারিকরা তদন্তের স্বার্থে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যেতে পারেন। তদন্তের স্বার্থে শুক্রবারই কেজরিওয়ালের বাড়িতে দিল্লি পুলিশ (Delhi Police) যেতে পারে বলে খবর।

বৃহস্পতিবার দিল্লির সিভিল লাইন্স থানায় অভিযোগ দায়ের করেন স্বাতী মালিওয়াল। কেজরিওয়ালের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষা বসে থাকা সাংসদের সঙ্গে বিভব কুমার খারাপ আচরণ করেছেন বলে অভিযোগ। স্বাতী মালিওয়ালের ওই অভিযোগের সত্যতা স্বীকার করে নেন আপ নেতা সঞ্জয় সিং। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গোটা ঘটনার কথা শুনেছেন। তিনি বিভব কুমারের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ করবেন বলেও আশ্বাস দেন।

আরও পড়ুন: Swati Maliwal Row: 'হেনস্থা' প্রসঙ্গে প্রথম মুখ খুললেন স্বাতী মালিওয়াল, আপ সাংসদ লিখলেন 'খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে...'

তবে তাতে চিঁড়ে ভেজেনি। বৃহস্পতিবার কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্বাতী মালিওয়াল। যা প্রকাশ্যে আসতেই নিজের এক্স হ্যান্ডেলে এফআইআরের কথা জানান দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন প্রধান। তবে বিজেপি যাতে বিষয়টি তে রাজনৈতিক রং না চড়ায়, সে বিষয়েও আবেদন করেন আপ সাংসদ।