Arvind Kejriwal With His Parents (Photo Credit: Twitter)

দিল্লি, ২৩ মে: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাবা, মাকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করবে না দিল্লি পুলিশ (Delhi Police) ।  স্বাতী মালিওয়ালের হেনস্থাকাণ্ডে বৃহস্পতিবার দিল্লি পুলিশের কেজরিওয়ালের বাবা, মাকে জিজ্ঞাসাবাদের কথা ছিল। তবে আপের ট্যুইটার হ্যান্ডেল মারফৎ জানা যায়, বৃহস্পতিবার কেজরির বাবা,মাকে জিজ্ঞাসাবাদ করবে না দিল্লি পুলিশ। আজ সকালে আপ-এর তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে দেখা যায়, অরবিন্দ কেজরিওয়াল তাঁর বাবা, মায়ের হাত ধরে নিয়ে যাচ্ছেন অন্য ঘরে, যেখানে দিল্লি পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে। কেজরিওয়ালের বৃদ্ধ বাবা, মায়ের হাঁটতে চলতে যে সমস্যা হচ্ছিল, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট হয়ে যায়।

আরও পড়ুন: Swati Maliwal Row: 'কেজরি বাসভবনে থাকাকালীন কীভাবে স্বাতীকে হেনস্থা?' প্রশ্ন স্মৃতির

বৃহস্পতিবার সকালে কেজরিওয়াল নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, তাঁর  বৃদ্ধ এবং অসুস্থ বাবা, মাকে আজ জিজ্ঞাসাবাদ করবে দিল্লি পুলিশ। তবে এরপরই জানা যায়, কেজরির বাবা, মাকে জিজ্ঞাসাবাদ করতে আজ দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভাবনে যাচ্ছে না পুলিশ।

এদিকে পিটিআই সূত্রে খবর, অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বেশ কয়েকজনকে স্বাতী মালিওয়ালের হেনস্থাকাণ্ডে দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে। কেজরিওয়ালও এই তালিকায় রয়েছেন বলে খবর। ভবিষ্যতে কেজরিওয়ালকেও মালিওয়ালের হেনস্থাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে।