নয়াদিল্লিঃ ঘুরতে গিয়ে আর ঘরে ফেরা হল না। ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident)প্রাণ হারালেন বাংলার পাঁচ পর্যটক। আহত আরও অনেক। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh)কবীরধাম জেলায়। ট্রাকের সঙ্গে এসইউভি গাড়ির সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাঁচ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।
জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। ছত্তিশগরে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। কানহা ন্যাশনাল পার্ক ঘুরে বিলাসপুর হয়ে বাড়ি ফেরার ট্রেন ধরার কথা ছিল তাঁদের। সেই মতো গাড়িতে চেপে বিলাসপুর স্টেশনের দিকেই রওনা দিয়েছিলেন তাঁরা। পথে বিকেল ৪ টে নাগাদ ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের এসইউভি গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন মহিলা, এক ব্যক্তি ও এক নাবালিকার। আহতদের রাইপুর হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও গাড়িটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘুরতে যাওয়াই হল কাল! ফেরার পথে ভিনরাজ্যে প্রাণ হারালেন বাংলার ৫ পর্যটক
Five killed in Chhattisgarh road accidenthttps://t.co/XNKA7fumVo#ChhattisgarhAccident #Kawardha #RoadAccident #NH30Crash #ChhattisgarhNews #TeacherDeaths #HighwayAccident #RoadSafety #BreakingNews #IndiaAccidents
— YesPunjab.com (@yespunjab) October 6, 2025