Suspicious Boat Spotted Off Maharashtra Coast (Photo Credits: IANS)

মুম্বই, ৭ জুলাইঃ মহারাষ্ট্রের উপকূল এলাকায় জারি চূড়ান্ত সতর্কতা। রবিবার রায়গড় জেলার রেভদান্ডা উপকূলের কাছে একটি সন্দেহজনক নৌকার দেখা মিলেছে। উপকূলরক্ষী বাহিনীর চোখে প্রথম পড়ে ওই নৌকাটি। তাঁরাই খবর দেয় পুলিশে। তারপরেই রেভদান্ডা উপকূল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ দিনেদুপুরে আততায়ীদের গুলিতে খুন ব্যবসায়ী, পাঞ্জাবের আইনশৃঙ্খলাকে কাঠগড়ায় তুললেন অকালি দলের সভাপতি সুখবীর

জানা যাচ্ছে, উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে সন্দেহজনক ওই নৌকাটি দেখতে পান উপকূলরক্ষীরা। আকারে নৌকাটি বেশ বড়। প্রাথমিকভাবে নৌকাটি অন্য দেশের বলে অনুমান করা হচ্ছে। ওই নৌকায় কী আছে বা তাতে কারা আছেন তা জানার জন্যে সোমবার সকাল থেকে সমুদ্রে ব্যাপক তল্লাশি চালানো হয়। কিন্তু নৌকাটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। অনুসন্ধান অব্যাহত রাখার জন্য একটি হেলিকপ্টার মোতায়েন করার পরিকল্পনা করছে পুলিশ। নৌকাটি স্রোতের টানে দিকভ্রষ্ট হয়ে ভেসে এসেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

মহারাষ্ট্রের উপকূলে কাছে সন্দেহজনক নৌকার দেখা

উপকূল এলাকায় পুলিশ, বম্ব স্কোয়াড, কুইক রেসপন্স টিম (QRT), নৌবাহিনী এবং কোস্ট গার্ড বাহিনী মোতায়েন করা হয়েছে। সমুদ্রের দিকে কড়া নজর রাখা হচ্ছে। যাতে কোন ভাবেই নজর এগিয়ে নৌকাটি মূল ভূখণ্ডে ঢুকে পড়তে না পারে।