প্লেন (প্রতীকী ছবি: File Image)

নতুন দিল্লি, ২৮ জানুয়ারি: আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে (International Flights) নিষেধাজ্ঞা আরও বাড়ল। ২৮ ফেব্রহুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রাখল ডিজিসিএ (DGCA)। তবে, কেসি-টু কেস ভিত্তিতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিতে নির্বাচিত রুটে আন্তর্জাতিক রুটে নির্ধারিত ফ্লাইটের অনুমতি দেওয়া যেতে পারে। ডিজিসিএ তাদের বিজ্ঞপ্তিতে আরও বলেছে যে আন্তর্জাতিক কার্গো বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

করোনভাইরাস মহামারীজনিত কারণে গত বছরের ২৩ মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা স্থগিত করা হয়েছে। তবে জুলাই থেকে নির্বাচিত দেশগুলিতে বন্দে ভারত মিশন এবং দ্বিপাক্ষিক এয়ার বাবল ব্যবস্থার অধীনে স্পেশাল আন্তর্জাতিক বিমান চলাচল করছে। আরও পড়ুন: Supreme Court: উস্কানিমূলক অনুষ্ঠান টিভিতে সম্প্রচার নিয়ন্ত্রণ করুক কেন্দ্র, বার্তা সুপ্রিম কোর্টের

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, কেনিয়া, ভুটান এবং ফ্রান্স সহ প্রায় ২৪টি দেশকে নিয়ে ভারত এয়ার বাবল প্যাক্ট তৈরি করেছে। এয়ার বাবল চুক্তির অধীনে দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচল করতে পারে।