Sushant Singh Rajput: বিহার বিধানসভা ভোটে বাম দলের প্রার্থী হলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পিসতুতো বোন দিব্যা গৌতম (Divya Gautam)। দিব্যাকে Bihar Assembly Elections 2025-এ পটনা দীঘা (Patna Digha) বিধানসভা আসন থেকে দাঁড় করালো সিপিআই-এম লিবারেশন (CPI-ML)। পটনা শহরের মধ্যেই এই বিধানসভা নির্বাচন এখন বিজেপির মজবুত গড়। সুশান্তের পিসতুতো বোন দিব্য়া কখনই তাঁর দাদার মৃত্য়ু নিয়ে প্রচার মাধ্যমে আসেননি। থিয়েটার অভিনেত্রী, সমাজকর্মী দিব্যা সাংবাদিকতার ছাত্রী। বাম ছাত্রসংগঠন AISA-র হয়ে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে ছিলেন। চলতি মাসেই সিপিআইএম(এলে) যোগ দেন সুশান্তের পিসতুতো বোন। দিব্যা ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধনের প্রার্থী হয়ে লড়বেন বিজেপির দাপুটে বিধায়ক সঞ্জীব চৌরাসিয়ার বিরুদ্ধে। সরকারি চাকরির পরীক্ষায় পাশ করে চাকরির সুযোগ পেলেও রাজনীতি করতে চান বলে সেই প্রস্তাব ফিরিয়ে দেন দিব্য়া। বাংলায় যাই হোক, বিহারে সিপিআইএম(এল) গত কয়েক বছরে বেশ শক্তিশালী হয়েছে। গত বছর লোকসভায় বেশ ভাল ফল করেছিল এই বাম দল। ২০২০ বিধানসভায় বিহারে ১৯টি আসনে প্রার্থী দিয়ে ১২টি-তে জিতেছিল CPI-ML।
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে প্রয়াত বলিউড তারকা সুশান্তের নিজের চারজন দিদি আছে। তার মধ্য়ে সুশান্তের মৃত্য়ুর বিচার চেয়ে সংবাদমাধ্যমে নিয়মিত দেখা যেত তাঁর দিদি শ্বেতা সিং কৃতিকে। বিজেপি ঘনিষ্ঠ সংবদামাধ্যমে সুশান্তের মৃত্যু তদন্তে অনিয়ম ও বিচার চেয়ে সরব হতে দেকা গিয়েছিল দিদি শ্বেতাকে। তবে সুশান্তের পিসতুতো বোন দিব্য়া কিন্তু এই বিষয়ে প্রচার এড়িয়ে গিয়েছেন।
সুশান্তের নাম রাজনীতিতে ব্যবহার করতে চাই না: দিব্যা গৌতম
বাম প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণার পরদিন সংবাদমাধ্যমে মুখ খোলেন দিব্যা গৌতম। দিব্য়া বলেন, সুশান্ত সিং রাজপুতের নামের সঙ্গে তাঁকে মানুষ চিনে এই জন্য তিনি কৃতজ্ঞ। দিব্যার কথায়,"আমি বলতে পারি না যে আমি সুশান্ত সিং রাজপুতের পিসতুতো বোন নই। মানুষ আমাকে ওঁর নামেই চেনে, এ জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি আমার রাজনীতিতে ওঁর নাম ব্যবহার করতে চাই না। আমি চাই না, অন্য রাজনৈতিক দলগুলোর মতো ওঁর নাম রাজনীতির রঙে রাঙানো হোক।"কথা বলতে বলতে চোখে জল আসে দিব্যার। প্রয়াত ভাই সুশান্তের কথা স্মরণ করে তিনি বলেন, ওর মৃত্য়ুটা এখনও মেনে নিতে পারি না। আমাদের গোটা পরিবারের কাছে এই মৃত্য়ুটা অনেকটা শূন্যতা তৈরি করেছে।"