চারাগাছ রোপণ (Photo Credits: Pixabay)

সুরাট, ১৫ সেপ্টেম্বর: আগামী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ৭০-তম জন্মদিন। এই উপলক্ষে সুরাটের নাগরিক সমাজ, বিভিন্ন সমিতি ও ব্যবসায়িক গ্রুপের উদ্যোগে শহরজুড়ে ৭০ হাজার গাছের চারা রোপণ করা হবে। এই প্রসঙ্গে সুরাটের ডেপুটি মেয়র নিরব শাহ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “আমরা ১৫দিন আগে থেকে এই উদ্যোগ নিয়েছি। আমি মনে করি ১৬ সেপ্টেম্বরের মধ্যে গোটা শহরে আমরা ৭০ হাজার গাছের চারা রোপণ করতে পারব। প্রধানমন্ত্রী সবসময় আর্জি জানান যে জন্মদিনটি কাজের মধ্যে দিয়ে উদযাপিত হোক, যা মানুষের উপকারে আসবে। সুতরাং এ বছর প্রধানমন্ত্রীর কথা মনে রেখেই এই উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন “শহরজুড়ে ৭০ হাজার গাছের চারা রোপণ করা হবে। যা অক্সিজেনের পরিমাণ বাড়ানোর পাশাপাশি পরবর্তী প্রজন্মের উপকারে আসবে। দূষণ রোধ করতে ভারতের টেক্সটাইল শহর সুরাট সবুজায়নে উদ্যোগী হয়েছে, তাই চলছে গাছের চারা রোপণের কাজ।” ডেপুটি মেয়রের বক্তব্য অনুসারে ১৫ দিন আগে এই উদ্যোগ শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর অর্থাৎ আগামী কাল বুধবার ৭০ হাজার চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা পূরণ হবে। শহরবাসীর উপকারের জন্য পরে ১৭ সেপ্টেম্বর তাঁরা আরও কিছু চারাগাছ লাগাতে পারেন। নাগরিক সমাজ থেকে শুরু করে সুরাটের বিভিন্ন সংস্থা এই উদ্যোগো অংশ নিয়েছে। এই উপলক্ষে গতকাল সোমবার কেপি সাংভি অ্যান্ড সনসের ৫০০ জন কর্মী চারাগাছ রোপণের পাশাপাশি জল দিয়ে তাদের সুরক্ষার বন্দোবস্তও করেছেন। আরও পড়ুন-India-China Standoff In Ladakh: প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ইন্দো-চিন সংঘাত, মঙ্গলবার সংসদে বিবৃতি দেবেন রাজনাথ সিং

এই প্রসঙ্গে কেপি সাৎভি অ্যান্ড সনসের ম্যানেজার জিতেন্দ্র মাধ্যিয়া সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, “আমরা অন্তত ১ হাজার চারাগাছ রোপণ করেছি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০-তম জন্মদিন উপলক্ষে বাকিদেরও এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য় আর্জি জানিয়েছি।”