(ছবিঃWikimedia Commons)

নয়াদিল্লিঃ মহাকুম্ভে পদপিষ্ট(Mahakumbh Stampede 2025) হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে করা জনস্বার্থ মামলা শুনতে চাইল না সুপ্রিম কোর্ট(Supreme Court)। সোমবার, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে করা মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। শুধু তাই নয় এদিন মামলাকারী আইনজীবী বিশাল তিওয়ারিকে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হল সুপ্রিম কোর্টের তরফে।

মহাকুম্ভ নিয়ে আর্জি শুনলই না সুপ্রিম কোর্ট

গত ২৯ জানুয়ারি, মৌনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে হাজির হয়েছিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। ভোরের আলো ফুটতেই ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নানের জন্য হুড়োহুড়ি শুরু হয়। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জন পুণ্যার্থীর। আহত হন কমপক্ষে ৬০ জন। আর এই ঘটনার পরই প্রশ্নের মুখে পড়েছে যোগী সরকারের নিরাপত্তা ব্যবস্থা। এত বড় মেলার ব্যবস্থাপনায় ঘাটতি কেন? প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা। কুম্ভের এই অব্যবস্থাপনা নিয়েই জনস্বার্থ মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি। সোমবার এই মামলার শুনানিকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “মহাকুম্ভের ঘটনা অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে উদ্বেগের বিষয়ও। কিন্তু এই মামলা নিয়ে সুপ্রিম কোর্ট নয় হাইকোর্টে যান। ইতিমধ্যেই তদন্ত কমিশনও গঠন করা হয়েছে।” এরপর রাজ্য সরকারের প্রতিনিধি আইনজীবী মুকুল রোহতগী আদালতকে জানান, পদপিষ্টের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের পাশাপাশি হাইকোর্টেও মামলা দায়ের করা হয়েছে।

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সম্পর্কিত জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে