SC Overturns Haryana Poll: দেশের ভোটার তালিকায় গরমিল থেকে ভোট প্রক্রিয়ায় নানা স্তরে কারচুপি নিয়ে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসে শীর্ষ নেতা রাহুল দাবি করেন, নির্বাচন কমিশনের মদতে দেশে ভোট চুরি চলছে। রাহুল গান্ধীর সমর্থনে এগিয়ে আসেন দেশের বিরোধী দলের নেতারা। 'ভোট চুরি' নিয়ে রাহুল গান্ধীর এই বিস্ফোরক দাবি নিয়ে উত্তাল পরিস্থিতির মাঝে সুপ্রিম কোর্ট হরিয়ানার একটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে বড় নির্দেশ। ভোট গণনায় কারচুপি বা গরমিলের কথা মেনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তত্ত্বাবধানে ভোটে পুনর্গণনা করা হয়। এরপর দেখা যায় প্রাথমিকভাবে পরাজিত ঘোষিত প্রার্থী মোহিত কুমার বিজয়ী প্রার্থী কুলদীপ সিংয়ের চেয়ে ৫১টি বেশি ভোট পেয়েছেন বলে প্রমাণিত হয়েছে।
ঠিক কী হয়েছিল
২০২২ সালের ২২ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রাথমিক ফলাফলে কুলদীপ সিংকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। কিন্তু একটি বুথে ভোট গণনায় ত্রুটির অভিযোগ উঠলে রিটার্নিং অফিসার স্বতঃপ্রণোদিতভাবে পুনর্গণনার নির্দেশ দেন। এই পুনর্গণনায় মোহিত কুমার বিজয়ী হন। তবে, কুলদীপ সিং এই ফলাফলের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টের রায়ে বলা হয়, একবার কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার পর স্বতঃপ্রণোদিতভাবে পুনর্গণনা করে ফলাফল পরিবর্তন করা যায় না এবং এর জন্য নির্বাচনী আবেদনই একমাত্র পথ। এই রায়ে মোহিত কুমারের বিজয় বাতিল করে কুলদীপ সিংকে সরপঞ্চ হিসেবে ঘোষণার নির্দেশ দেওয়া হয়।
দেখুন খবরটি
In a rare occurrence, the Supreme Court recently overturned the results of a Gram Panchayat election in Haryana after summoning the Electronic Voting Machines (EVMs) to itself and recounting of votes by its Registrar.
Read more: https://t.co/ZvPg7eqHFd#SupremeCourt #EVM… pic.twitter.com/CTdwjAhpB1
— Live Law (@LiveLawIndia) August 15, 2025
সুপ্রিম তত্ত্বাবধানে পুনর্গণনায় ৫১ ভোটে জিতলেন 'পরাজিত' প্রার্থী
মোহিত কুমার এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, দীপঙ্কর দত্ত এবং এন কোটিস্বর সিংয়ের বেঞ্চ এই মামলায় নজিরবিহীন পদক্ষেপ নেন। তারা সংশ্লিষ্ট ইভিএমগুলো সুপ্রিম কোর্টে আনার নির্দেশ দেন এবং রেজিস্ট্রারের তত্ত্বাবধানে পাঁচটি বুথের ভোট পুনর্গণনার আদেশ দেন। এই প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয় এবং উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুনর্গণনার ফলে মোহিত কুমার ৫১টি বেশি ভোট পেয়েছেন বলে প্রমাণিত হয়।