প্রতীকী ছবি (Photo Credit: Wikimedia Commons)

নয়াদিল্লি: রাজ্যের মুসলিমদের জন্য থাকা ৪ শতাংশ ওবিসি কোটার সংরক্ষণ (OBC reservation for Muslims) বাতিল করে (scrapping) বিজ্ঞপ্তি জারি (notification) করেছিল কর্নাটক সরকার (Karnataka government)। এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার জেরে কর্নাটক সরকারকে নোটিস (notice) পাঠাল সুপ্রিম কোর্ট। আগামী ১৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।

এপ্রসঙ্গে সলিসিটার জেনারেল তুষার মেহেতা (Solicitor General Tushar Mehta) সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে জানান, ১৮ এপ্রিল এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত কর্নাটক সরকার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী কোনও ভর্তি (admission) বা নিয়োগ (appointment) করবে না। আরও পড়ুন: Asaduddin Owaisi On Asad's Encounter: ধর্ম দেখে এনকাউন্টার করছে বিজেপি, ভিডিয়োতে দেখুন আরও কী অভিযোগ আসাদউদ্দিন ওয়েইসির