দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বিআরএস নেত্রী কে কবিতার (K Kavitha) জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত কবিতাকে শর্তসাপেক্ষ জামিনে মুক্ত করেছে। বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 'সীমাহীন সময়ের জন্য' তাঁকে জেলে রাখা যাবে না। এটি আইন বিরুদ্ধ। চলতি বছরের মার্চ মাসে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন ভারত রাষ্ট্র সমিতির (BRS) নেত্রী কে কবিতা তথা তেলেঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা। প্রথমে ইডি এবং তার কয়েক দিনের মধ্যে সিবিআই হেফাজতে নিয়েছিল কবিতাকে। তবে আদালত শুরুতেই জানিয়েছিল, দ্রুত বিচার হওয়া দরকার। তদন্তের বিলম্ব নিয়ে আগেই ইডি এবং সিবিআই-এর উপর অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি। প্রায় ৫ মাস হাজরবাসের পর কবিতাকে শর্তসাপেক্ষ জামিন দিল সর্বোচ্চ আদালত।
আবগারি দুর্নীতি মামলায় জামিনে মুক্ত কে কবিতা...
Supreme Court grants bail to BRS leader K Kavitha in the excise policy irregularities case. Supreme Court sets aside Delhi High Court order which rejected her bail plea pic.twitter.com/7btCnn0wM0
— ANI (@ANI) August 27, 2024