নয়াদিল্লিঃ সুপ্রিম কোর্টে(Supreme Court) বসেছে লেডি অব জাস্টিসের(Lady of Justice Statue) নতুন মূর্তি। সেই মূর্তির চোখ কালো কাপড়ে বাঁধা নেই। হাতে নেই তরোয়ালও। এই ‘লেডি অব জাস্টিস’-এর চোখ খোলা। অর্থাৎ খোলা চোখে সবকিছু দেখছে সে। আর এ বার এই মূর্তি নিয়ে আপত্তি জানাল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ মূর্তি বদল নিয়ে বার কাউন্সিলের সদস্যদের সঙ্গে কোনওরকম কোনও আলোচনা হয়নি। এই ঘটনায় প্রশ্ন তুলেছেন প্রবীণ আইনিজীবী কিপিল সিব্বল(Kapil Sibbal)। বার কাউন্সিলের হয়ে তাঁর অভিযোগ, এত বড় পরিবর্তন নিয়ে কোনওরকম আলোচনা করা হয়নি। আইনজীবীদের জন্য ক্যাফে তৈরির জায়গায় মিউজিয়াম গড়া হচ্ছে। এতে আইনজীবীদের আপত্তি থাকলেও শোনা হয়নি। বার কাউন্সিলের অভিযোগপত্রে উল্লেখ করা হয়, "স্টেক হোল্ডার হিসেবে সবার অধিকার আছে সবটা জানার। কিন্তু এই সকল বদল নিয়ে কোনওরকম আলোচনা হয়নি। সুপ্রিম কোর্টের এগজেকিউটিভ কমিটি বার অ্যাসোসিয়েশন লক্ষ্য করেছে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করে। কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।" প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশেই লেডি অব জাস্টিসের মূর্তিতে পরিবর্তন আনা হয়েছে। ব্রিটিশ যুগের চিন্তাধারা থেকে বেরিয়ে “আইন অন্ধ নয়। আইনের চোখে সকলে সমান” -এই বার্তা দেওয়ার জন্যই লেডি অব জাস্টিসের চোখ থেকে কালো পর্দা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
লেডি অব জাস্টিসের নতুন মূর্তি নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল
SC Bar Association objects to 'radical changes' in Lady Justice statue https://t.co/0nB8KdArZl
I am very happy seeing new statue of justice
— JAISHREERAM (@shastryjee) October 24, 2024