নয়াদিল্লি, ২২ জুন: শর্তসাপেক্ষে পুরীতে (Puri) রথযাত্রায় অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের রায়ে স্পষ্ট জানানো হয়েছে, মন্দির কর্তৃপক্ষের সদস্যরা এবং পুরীর গজপতি মহারাজ পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিচার করে রথযাত্রা করবেন। সমস্ত সেবাইতদের করোনা পরীক্ষা করেই মন্দির চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পুরী রথযাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ মন্দির কর্তৃপক্ষের। তবে পুরী রথযাত্রা চলাকালীন কখনও যদি মনে হয়, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তাহলে সেই মুহূর্তে রথযাত্রা বন্ধ করে দিতে পারে মন্দির কর্তৃপক্ষ।
Supreme Court has allowed Rath Yatra to be conducted in Puri, Odisha with certain restrictions. https://t.co/MhteNWUapm
— ANI (@ANI) June 22, 2020
এএনআই-র খবর অনুযায়ী, বিকেল ৫টায় রথযাত্রা সংক্রান্ত বিষয় নিয়ে ভূবনেশ্বরে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। রথযাত্রার উপর নিষেধাজ্ঞা জারির পর সুপ্রিম নির্দেশের বিরোধিতা ররে ২০টির বেশি পিটিশন দাখিল হয়। সোমবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। উড়িষ্যা সরকারের এই মামলা লড়ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। সর্বোচ্চ আদালতের কাছে তিনি জানিয়েছিলেন, "কোটি কোটি মানুষের বিশ্বাস, আবেগ এবং ভরসা জড়িয়ে রয়েছে রথযাত্রায়। যদি এবছর রথযাত্রা না হয় তাহলে ঐতিহ্য মেনে আগামী ১২ বছরের জন্য বাতিল হয়ে যাবে রথযাত্রা।" তবে লাখ লাখ জনসমাগম কীভাবে আটকানো সম্ভব। সেই বিষয়টি নিয়েও পথ বাতলে দিয়েছিলেন তুষার মেহেতা। তিনি জানিয়েছিলেনন, রথযাত্রা নিয়ে উড়িষ্যা সরকারের কোনও আপত্তি নেই। সেক্ষেত্রে ভিড় এড়াতে টেলিভিশনে লাইভ টেলিকাস্ট করার প্রসঙ্গও এদিন টানলেন তুষার মেহেতা।
পুরীর রথযাত্রা। একাধিক ইতিহাস জড়িয়ে এই রথযাত্রার মধ্যে দিয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসেন এই দিনে পুরীতে। কিন্তু চলতি বছরে করোনার সংক্রমণের দাপটে রথযাত্রার ভবিষ্যত কিছুটা প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচার এসএ বোবদে প্রথম রায়ে জানিয়েছিলেন, জনস্বাস্থ্য ও নাগরিকদের সুরক্ষার স্বার্থে, উড়িষ্যার পুরীতে এই বছর রথযাত্রার অনুমতি দেওয়া যাবে না। আমরা যদি এই বছর রথযাত্রায় এত বিশাল সমাবেশের অনুমতি দিই, তবে ভগবান জগন্নাথদেব (Jagannath) আমাদের ক্ষমা করবেন না। মহামারী চলাকালীন এত বিশাল জমায়েত হতে পারে না।