সুপ্রিম কোর্ট (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১২ এপ্রিল: করোনার (Coronavirus) থাবা এবার সুপ্রিম কোর্টে (Supreme Court)। ৫০ শতাংশ কর্মীই করোনায় আক্রান্ত বলে সংবাদসংস্থা সূত্রে খবর। প্রত্যেককে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারই করোনা আক্রান্তের খবর জানা যায়। যার ফলে আজ ঘণ্টাখানেক দেরিতে বসেছে বেঞ্চ। সোমবার সাড়ে ১০টার বেঞ্চের শুনানি এক ঘণ্টা পিছিয়ে শুরু হয় সাড়ে ১১টায়।

বিচারপতি এদিন জানান, তাঁদের বেশিরভাগ স্টাফ, কর্মীরাই করোনা আক্রান্ত। এর আগেও বেশ কয়েকজন বিচারপতি করোনা আক্রান্ত হয়েছিলেন। তারা সকলেই সেরে ওঠেন। তাই সমস্ত বিচারপতিদের বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সিংয়ে শুনানির কথা বলা হয়েছে। সর্বোচ্চ আদালত চত্ত্বর, প্রতিটি কক্ষ স্যানিটাইজ করা হবে। আরও পড়ুন, দেড় লাখ ছাড়াল দৈনিক সংক্রমণ, ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন। একইসময়ে দেশে করোনার বলি ৯০৪ জন। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গতকাল করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৫ হাজার ৮৬ জন। সবমিলিয়ে ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭। এই মুহূর্তে অ্যাক্টিভ রোগী ১২ লাখ ১ হাজার ৯ জন।