সুকমা, ২৯ মে: কোভিড (COVID 19) আক্রান্ত মাওবাদীর (Maoist) শেষকৃত্য সম্পন্ন করল সুকমা পুলিশ। গঙ্গা আয়থা কোরসা নামে ওই মাওবাদী তেলাঙ্গানার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তেলাঙ্গানার ওই হাসপাতালেই করোনার চিকিৎসা চলছিল গঙ্গা আয়থা কোরসার।
সুকমার (Sukma) পুলিশ (Police) সুপার জানান, বৃহস্পতিবার তেলাঙ্গানার বেসরকারি হাসপাতালের মৃত্যু হয় গঙ্গা আয়থা কোরসার। এরপর তেলাঙ্গানা পুলিশের তরফে বিজাপুর এবং সুকমা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সুকমা পুলিশের তরফে গঙ্গার আত্মীয়দের খবর দেওয়া হয়। পরিবারে কেউ না থাকায়, তাঁর মৃতদেহ আত্মীয়রা নিতে চাননি। এরপর জেলা প্রশাসন এবং হাসপাতালের চিকিৎসক, নার্সদের সাহায্যে শেষ পর্যন্ত গঙ্গা আয়থা কোরসার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
Chhattisgarh: With the help of health workers, Sukma Police yesterday performed last rites of a Naxal who died of COVID-19 at a hospital in Telangana's Khammam.
"He had no one in his family. We called his relatives but they didn't accept the body," Sukma SP L Dhruv said. pic.twitter.com/46wK6TsmsD
— ANI (@ANI) May 28, 2021
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রায় ১৮ বছর ধরে পশ্চিম বাস্তারে মাওবাদী সংগঠনের কাজ সামলেছেন গঙ্গা আয়থা কোরসা।