COVID-19: মৃতদেহ নিতে অস্বীকার আত্মীয়দের, করোনায় মৃত মাওবাদীর শেষকৃত্য সম্পন্ন করল পুলিশ
কোরসার শেষকৃত্য সম্পন্ন করে পুলিশ, ছবি এএনআই

সুকমা, ২৯ মে:  কোভিড (COVID 19) আক্রান্ত মাওবাদীর (Maoist) শেষকৃত্য সম্পন্ন করল সুকমা পুলিশ। গঙ্গা আয়থা কোরসা নামে ওই মাওবাদী তেলাঙ্গানার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তেলাঙ্গানার ওই হাসপাতালেই করোনার চিকিৎসা চলছিল  গঙ্গা আয়থা কোরসার।

সুকমার (Sukma) পুলিশ (Police)  সুপার জানান, বৃহস্পতিবার তেলাঙ্গানার বেসরকারি হাসপাতালের  মৃত্যু হয় গঙ্গা আয়থা কোরসার। এরপর তেলাঙ্গানা পুলিশের তরফে  বিজাপুর এবং সুকমা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সুকমা পুলিশের তরফে গঙ্গার আত্মীয়দের খবর দেওয়া হয়। পরিবারে কেউ না থাকায়, তাঁর মৃতদেহ আত্মীয়রা নিতে চাননি। এরপর জেলা প্রশাসন এবং হাসপাতালের চিকিৎসক, নার্সদের সাহায্যে শেষ পর্যন্ত গঙ্গা আয়থা কোরসার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

আরও পড়ুন: Mamata Banerjee: 'মুখ্যসচিব বাঙালি বলেই কি এত রাগ?' কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ন রাজনীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রায় ১৮ বছর ধরে পশ্চিম বাস্তারে মাওবাদী সংগঠনের  কাজ সামলেছেন গঙ্গা আয়থা কোরসা।