পুরী, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২তম জন্মদিন (Narendra Modi's 72nd Birthday) উপলক্ষে বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক (Sudarshan Pattnaik) পুরীর (Puri) সমুদ্র সৈকতে মাটির চায়ের কাপ (Mud Tea Cups) দিয়ে ভাস্কর্য (Sand Art) তৈরি করেছেন। ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে ১ হাজার ২১৩টি মাটির চায়ের কাপ। এছাড়াও তাতে লেখা রয়েছে 'শুভ জন্মদিন মোদি জি'। ৫ ফুট উচ্চতার এই বালির ভাস্কর্য তৈরি করতে সুদর্শন প্রায় পাঁচ টন বালি ব্যবহার করেছেন।
তিনি বলেন, "লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদে চা বিক্রেতা থেকে ভারতের প্রধান সেবক, প্রধানমন্ত্রীর এই যাত্রাপথ দেখানোর জন্যই আমরা এই মাটির চায়ের কাপ ব্যবহার করেছি।" আরও পড়ুন: Narendra Modi Birthday Wish: জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুভেচ্ছা জানিয়ে টুইট রাষ্ট্রপতির
দেখুন ছবি:
Wishing Happy birthday to our Hon’ble PM @narendramodi ji, Through My SandArt at Puri beach ,Odisha .
We have used 1,213 mud tea cups on our SandArt to show the journey of PM Modi's from " a tea seller to an architect of #NewIndia with millions of blessings. pic.twitter.com/z655Rlbzlk
— Sudarsan Pattnaik (@sudarsansand) September 17, 2022
সম্প্রতি, ব্রিটেনের রানি প্রয়াত দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে পুরীর সমুদ্র সৈকতে ৭৪০টি আসল গোলাপ দিয়ে একটি বালির ভাস্কর্য তৈরি করেছিলেন সুদর্শন।