Suchana Seth (Photo Credits: X)

পানাজি, ১১ জানুয়ারি: চার বছরের ছেলেকে দেখলে তাঁর প্রাক্তন স্বামী ভেঙ্কট রমনের কথা মনে পড়ে। ছেলের মুখের সঙ্গে ভেঙ্কটের মিল থাকায়, সন্তান য়েন তাকে বার বার পূর্ব জীবনের কথা মনে করিয়ে দিতে থাকে। নিজের বন্ধুবান্ধব, ঘনিষ্ঠদের কাছে প্রায়শই এই ধরনের কথা বলত বেঙ্গালুরুর (Bengaluru) স্টার্টআপ কোম্পানির সিইও সূচনা শেঠ (Suchana Seth)। ভেঙ্কট রমনের সঙ্গে বিয়ের ১০ বছর পর সংসার সূচনার সংসার ভাঙে। বিচ্ছেদের পর ভেঙ্কট ছেলের সঙ্গে দেখা করতে পারবেন বলে নির্দেশ দেয় আদালত। সেই অনুযায়ী ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে ছেলের সঙ্গে দেখা করতে চান ভেঙ্কট। প্রাক্তন স্বামী ৭ জানুয়ারি ছেলের সঙ্গে বাড়িতে নয়, বাইরে কোথাও দেখা করতে পারবেন বলে সূচনা জানায়। সেই অনুযায়ী ৭ জানুয়ারি ভেঙ্কট রমন অপেক্ষা করে থাকলেও ছেলের দেখা পাননি। সূচনা তাকে নিয়ে বাবার সঙ্গে দেখা করাতেই যায়নি।

আরও পড়ুন: Suchana Seth: ছেলের সঙ্গে দেখা করতে পারবেন, খুনের আগে স্বামীকে মেসেজ করে সূচনা শেঠ

প্রসঙ্গত ৭ জানুয়ারি প্রাক্তন স্বামীর সঙ্গে ছেলের দেখা করার কথা মেসেজ করেও গোয়ায় তার আগের দিন পাড়ি দেয় সূচনা।  এরপর ৭ জানুয়ারি হোটেলে থাকবেন না জরুরি কাজের ভিত্তিতে বলে সেখান থেকে চেক আউট করে ওই মহিলা।  হোটেলের কর্মীদের ঠিক করে দেওয়া  গাড়িতে করে এরপর সূচনা গোয়া থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেয়।

 এরপর ওই গাড়ির নম্বর ট্র্যাক করে কর্ণাটটকের চিত্রদুর্গ থেকে সূচনা শেঠকে গ্রেফতার করা হয়।  সূচনার ব্যাগ থেকে এরপর তার চার বছরের ছেলের মৃৃতদেহ উদ্ধার করে পুলিশ। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।