Mother Kills Son In Goa (Photo Credit: File Photo)

পানাজি, ১০ জানুয়ারি: বেঙ্গালুরুর (Bengaluru) স্টার্টআপ কোম্পানির সিইও সূচনা শেঠ ( Suchana Seth) নিজের চার বছরের ছেলেকে কীভাবে খুন করেছে, তার বিবরণ উঠে এল ময়নাতদন্তের রিপোর্ট থেকে। সূচনা শেঠের ছোট্ট ছেলের মৃত্যুর পর ময়নাতন্তের যে রিপোর্ট উঠে আসে, সেখান থেকে জানা যায়, ওই মহিলা শ্বাসরোধ করে নিজের ছেলেকে খুন করে। বালিশ বা তোয়ালে ব্যবহার করে ছোট্ট ছেলেকে খুন করে সূচনা। এরপর একজোড়া কাঁইচি দিয়ে হাতের শিরা কেটে নিজেকে শেষ করার চেষ্টা করে। যদিও নিজেকে শেষ করার চেষ্টা সূচনার বিফলে যায়।

ফলে গোয়ার (Goa) হোটেলের ঘরে যে রক্তের দাগ উদ্ধার করে পুলিশ, তা সূচনার। ওই মহিলার ছেলের শরীরের নয় বলে পুলিশ সূত্রে খবর। শ্বাসরোধ করে খুনের জেরে সূচনার ছেলের শরীর থেকে কোনওরকম রক্তক্ষরণ হয়নি। তেমনি হোটেলের ওই ঘর বা কোথাও থেকে 'মার্ডার ওয়েপন' খুঁজে পায়নি পুলিশ।

আরও পড়ুন: Suchana Seth: বালিশ, তোয়ালে দিয়ে শ্বাসরোধের পর ছেলেকে 'খুন' করে বেঙ্গালুরু সিইও সূচনা, হাড়হিম ঘটনা

সোমবার রাতে কর্ণাটকের (Karnataka) চিত্রদুর্গ থেকে গ্রেফতার করা হয় সূচনা শেঠকে। সূচনাকে গ্রেফতারির পর তার কাছে যে ব্যাগ ছিল, সেখান থেকে উদ্ধার করা হয় বছর চারের ছেলের মৃতদেহ। চিতত্রদুর্গে সূচনাকে গ্রেফতারির পর তাকে গোয়ায় নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত গোয়ার একটি হোটেলে ছেলেকে খুন করে সূচনা। এরপর হোটেলের কর্মীদের গাড়ি ডেকে দিতে বলে। গোয়া থেকে এরপর সেই গাড়ি নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেয় বছর ৩৮-এর ওই মহিলা।

সূচনা হোটেলের ঘর ছাড়লে, সেখান রক্তের দাগ দেখতে পান কর্মীরা। এরপর তাঁরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সূচনার গাড়ি চালকের সঙ্গে যোগাযোগ করে। এরপর গাড়ি চালকের লোকেশন ট্র্যাক করে সূচনাকে চিত্রদুর্গ থেকে গ্রেফতার করে গোয়া পুলিশ। যে খবর প্রকাশ্যে আসতেই শিউরে উঠতে শুরু করেছে গোটা দেশ।