নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)হয়েছে একটি পোস্ট। বলা ভাল, একটি চাকরির (Job) বিজ্ঞাপন। এই পোস্টে বলা হয়, বেতন (Salary) এবং ছুটি ছাড়া চাকরি করতে পারবে এমন কাউকে চাই। সামাজিক মাধ্যম লিঙ্কড ইনে (Linked In) এই পোস্টটি করেন 'ব্যাটারি ওকে টেকনোলজিস' এর চিফ এক্সপেরিমেন্টিং অফিসার শুভম মিশ্র। এই পোস্টে তিনি লেখেন, "বেতন নেই। ছুটিও খুব প্রয়োজন ছাড়া মিলবে না। ঝাঁ চকচকে অফিস নেই, জয়েনিং গিফট পাবেন না, এই সব দাবিতে রাজি হবেন এমন ব্যাতিক্রিমী কাউকে খুঁজছি আমরা। যিনি আমাদের সঙ্গে কাজ করবেন।" এই পোস্টের মাধ্যমে শুভম আরও জানান, তাঁদের সংস্থার লক্ষ্য বিনিয়োগকারীদের অর্থ নষ্ট করা নয়। তাঁরা লক্ষ্মীকে সম্মান করেন। এই পোস্টটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দের ঝড় ওঠে। মানবিকতা হারাচ্ছে বেসরকারি সংস্থাগুলি, এই ধরনের মন্তব্য করতে থাকেন অনেকেই। যদিও পরে এই পোস্টের কমেন্টে শুভম জানান, এটি নিছকই মজার একটি পোস্ট। কিন্তু তাতেও নেটিজেনদের থেকে রক্ষা পাননি তিনি। এই 'অমানবিক' পোস্টের জন্য তাঁকে এক হাত নেন নেটিজেনদের একাংশ।
Gujarat Entrepreneur's Job Post With "Zero Salary, No Weekend Offs" Sparks Debate Online https://t.co/gSAKalt6Al pic.twitter.com/hFD2olBfAO
— NDTV (@ndtv) August 7, 2024