প্রতীকী ছবি

নয়াদিল্লি: গর্ভবতী একটি কুকুরকে (Pregnant Dog) নৃশংসভাবে পিটিয়ে মারার অভিযোগে দিল্লিতে ধরা পড়ল চার ছাত্র (Students)। এই ঘটনার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে (social media) পোস্ট হওয়ার পরেই বিতর্ক শুরু হয়। তারপরই নয়াদিল্লির (New Delhi) নিউ ফ্রেন্ডস কলোনির (New Friends Colony) একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের (private engineering college) ওই চার পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর নিউ ফ্রেন্ডস কলোনির কিছু বাসিন্দা অজ্ঞাত পরিচয়ের কিছু লোকের নামে ওই গর্ভবতী কুকুরটিকে নৃশংসভাবে খুন করার বিষয়ে একটি অভিযোগ দায়ের করে। সঙ্গে একটি ভিডিয়োও জমা দেয়। যাতে নিউ ফ্রেন্ডস কলোনির একটি সাদা রঙের রাস্তার কুকুরকে অভিযুক্তরা পিটিয়ে মারছে তা দেখা যায়। পরে একটি খোলা জায়গায় ওই কুকুরটিকে পুঁতেও দেয় অভিযুক্তরা।

এই অভিযোগ পাওয়ার পরেই নিউ ফ্রেন্ডস কলোনি পুলিশ স্টেশনের আধিকারিকরা পশু নির্যাতন নিরোধক আইন (Prevention of Cruelty to Animal Act) ১৯৬০-এর ১১(১) ধারা ও ভারতীয় দণ্ডবিধির (IPC) ৪২৯ ও ৩৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করে তদন্ত শুরু করেন। পরে তদন্তে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হওয়ায় তাদের গ্রেফতার করা হয়। জেরায় অভিযুক্তরা জানিয়েছে, কুকুরটি তাদের দেখলেই চিৎকার (barking) করত। তাই তারা বিরক্ত হয়ে ওই কুকরটি মারধর করে এর ফলে সে মারা যায়।