প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লিঃ পাটনা এইমস(Patna AIMS)-এর হোস্টেলে পড়ুয়ার (Student)রহস্যমৃত্যু হোস্টেল রুম (Hostel Room) থেকে উদ্ধার পড়ুয়ার দেহ মৃত পড়ুয়ার নাম যাদবেন্দ্র সাহু ওড়িশার বাসিন্দা পাটনা এইমস-এর প্রথম বর্ষের এমডি বিভাগের পড়ুয়া ছিলেন তিনি পড়ুয়ার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ক্যাম্পাসেজানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার সহপাঠীরাই হোস্টেলের রুমে তাঁকে মৃত অবস্থায় পায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে এরপর ফুলওয়ারি শরিফ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়

হোস্টেল রুম থেকে উদ্ধার পড়ুয়ার দেহ, শুরু তদন্ত

পুলিশ সূত্রে খবর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল বহুবার ডাকাডাকি করেও সাড়া না মেলায় সন্দেহ হয় সহপাঠীদের এরপর রুমের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয় বিছানায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় ফুলওয়ারি শরিফ থানার এসডিপিও সুশীল কুমার বলেন, "যাদবেন্দ্রর মৃতদেহ বিছানায় পড়েছিল। তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে করা হবে।" ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। খবর দেওয়া হয়েছে যাদবেন্দ্রর পরিবারকে। খুন না আত্মহত্যা বা অন্য কোনও শারীরিক অসুস্থতার কারণে এই মৃত্যু তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন ওই পড়ুয়া

 হোস্টেল রুমে  ডাক্তারি পড়ুয়ায় রহস্যজনক মৃত্যু