নয়াদিল্লিঃ শনিবার সন্ধ্যায় দিল্লিতে (Delhi) প্রবল বৃষ্টি। নাগাড়ে বৃষ্টিতে ভরে গিয়েছিল দিল্লি রাজেন্দ্র নগর (Indira Nagar) এলাকার সব ড্রেন। রাস্তার জল উপচে ঢুকে পড়ছিল বাড়িতে। জল ঢুকে পড়েছিল রাজেন্দ্র নগর এলাকার আইএএস অ্যাকাডেমির (IAS Academy) কোচিং সেন্টারের বেসমেন্টে (Basement)। জলা জমে পেরিয়ে বাইরে বের হতে গিয়ে মৃত্যু ৩ পড়ুয়ায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি জুড়ে। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। বৃষ্টি মাথায় ওই কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল পড়ুয়ারা। কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢোকে। জানা গিয়েছে বেসমেন্টে প্রায় ৩ ঘণ্টা আটকে ছিলেন ওই পড়ুয়ারা। তা জানাজানি হতে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ২ পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। একজন তখনও নিখোঁজ। রাতভর ফের তল্লাশি চালিয়ে নিখোঁজ পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়। পাশাপাশি বেসমেন্ট থেকে জল বের করার কাজ শুরু করে দমকলবাহিনী। গোটা ঘটনায় শোকের ছায়া দিল্লির এই এলাকায়। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গতকাল, অর্থাৎ শনিবার রাতেই সামাজিকমাধ্যম এক্স-এ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন দিল্লি শিক্ষামন্ত্রী অতিশী। সেই মতোই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ছাত্র মৃত্যুতে ওই কোচিং-এর বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন অন্যান্য পড়ুয়ারা।
Death toll rises to 3 after coaching institute basement flooded in Delhi's Rajendra Nagar
Read @ANI Story | https://t.co/HAQ531UnpS#Rajendranagar #DelhiStudent #DelhiRains pic.twitter.com/9fGMNaXqWX
— ANI Digital (@ani_digital) July 27, 2024
ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন অন্যান্য ছাত্ররা
#WATCH | Old Rajender Nagar incident | Delhi: On Minister Atishi's order for a magisterial inquiry, a protesting student says, "There is no one to take the responsibility. We want someone from the government to come here and take responsibility for all the students who have lost… pic.twitter.com/WYVIZHZ8rb
— ANI (@ANI) July 28, 2024