বাড়ির গেট খোলা পেয়ে ঘরে ঢুকে আট বছরের শিশুকে আক্রমণ করল কুকুর(Stray Dog)। হিংস্র কুকুরের আক্রমণ থেকে বাদ পড়লেন না আক্রান্ত শিশুর বাবাও। হাসপাতালে (Hospital) দু'জন। কুকুরটিকে উদ্ধার করা হল অ্যানিমাল কন্ট্রোল টিমের তরফে। জানা গিয়েছে, শনিবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইয়ে। গেট খোলা পেয়ে আচমকাই একটি বাড়িতে ঢুকে পড়ে একটি রাস্তার কুকুর। সেই সময় ঘরেই ছিল আট বছরের শিশু। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ঘরে ঢুকেই তার উপর ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। গলায়, হাতে, পায়ে কামড় দেয় সে। ছেলেকে বাঁচাতে গিয়ে কুকুরের কামড় খান বাবাও। পরে তাঁদের মাদুরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের দু'জনকেই অ্যান্টি রাবিস ইনজেকশন দেওয়া হয়। অন্যদিকে এই দু'জনকে কামড়েই খান্ত হয়নি কুকুরটি। এলাকার আরও কয়েকজনকে আক্রমণ করতে যায় সে। এরপর মাদুরাই অ্যানিমাল কন্ট্রোল টিমের তরফে কুকুরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
৮ বছরের শিশুর উপর ঝাঁপিয়ে পড়ল কুকুর, ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বাবাও
Madurai Dog Attack: Stray Dog Mauls 8-Year-Old Boy Outside Home, Injures Father Who Tried to Save Him; Shocking CCTV Video Goes Viral #Madurai #TamilNadu #Dog #ViralVideo @SinghDeepakUP
— LatestLY (@latestly) August 10, 2025
Read: https://t.co/dDqCT2hAu4
— LatestLY (@latestly) August 10, 2025