Stray Dog, Representational Image (Photo Credit: Pixabay)

মুম্বই, ২৬ অগাস্ট:  রাস্তার কুকুরের (Stray Dog) অত্যাচারের ছবি ফের প্রকাশ্যে এল। এবার মহারাষ্ট্র (Maharashtra)। মহারাষ্ট্রে এবার ৪ বছরের এক শিশুকে কামড়ে মুখ থেকে মাংস তুলে নিল রাস্তার কুকুর। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এবার এমনই একটি ঘটনার জেরে ছড়াল চাঞ্চল্য। যেখানে বছর চারের এক শিশুর মুখ কামড়ে ধরে ক্ষতবিক্ষত করে দেয় রাস্তার কুকুর।

ভান্ডারা জেলায় ওই বছর পাঁচের শিশুর উপর কুকুর হামলে পড়তেই, স্থানীয়রা ছুটে যান। এরপর স্থানীয়রাই ওই শিশুকে উদ্ধার করেন। কুকুর তাড়লেও, ওই শিশুর মুখ কার্যত রক্তাক্ত হয়ে যায়। ভান্ডারা জেলার পাউনি তালুকায় এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে নাগপুর হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে।

বিগত কয়েকদিন ধরে রাস্তার কুকুর নিয়ে একাধিক খবর সামনে আসতে শুরু করেছে।  সুপ্রিম কোর্ট যখন রাস্তার কুকুরদের ডগ শেল্টারে পাঠানোর নির্দেশ দেয়, সেই সময় গোটা দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। যার জেরে আদালতও মত পালটাতে বাধ্য হয়।

তবে কুকুরদের কখনও রাস্তায় খেতে দেওয়া যাবে না। কেউ যদি রাস্তার উপর কুকুরদের খেতে দেন, তাহলে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের বিরোধিতা করে গোটা দেশ জুড়ে যখন কুকুর-প্রেমীরা রাস্তায় নামেন, সেই সময় ফের একের পর এক পথ কুকুরের হামলার ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে।