Stray Dog: ফের দেশের এক প্রান্ত থেকে এল পথ কুকুরের হামলা ও আতঙ্কের খবর। ওড়িশার গঞ্জাম জেলায় (Odisha Ganjam) লক্ষ্মীপুর গ্রামে একটি পথকুকুর আচমকাই হামলা করে গ্রামবাসীদের ওপর। ওই পথ কুকুরটির কামড়ে গুরুতর জখম হয়েছেন অন্তত ১২ জন গ্রামবাসীরা। যাদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরা। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে স্থানীয় হেলথ সেন্টারে ভর্তি করা হয়। তাঁদের অ্যান্টি-রেবিস ভ্যাকসিনও দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সকলেই এখন স্থিতিশীল অবস্থায় আছেন। এদিকে, যে পথ কুকুরটিকে রেবিস আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, তাকে এখনও আটক করা যায়নি। ফলে আতঙ্ক আরও বেড়েছে স্থানীয়দের মধ্যে। কুসুরাব ও লক্ষ্মীপুর গ্রামে ইতিমধ্যেই আতঙ্কে কার্যত মানুষ বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। দিল্লিতে রাস্তায় পথ কুকুরদের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা জারি নিয়ে দেশজুড়ে দুপক্ষের যুক্তি নিয়ে তোলপাড় পড়েছে। তারই মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে পথ কুকুরদের হামলার খবর।
ক দিন আগেই ওডিশায় কুকুর কামড়ে দেশের এক প্যারা অ্যাথলিট মারা যান
প্রসঙ্গত, ওড়িশায় পথ কুকুরের সংখ্যা অত্যন্ত বেশি। নিয়মিতই ঘটছে কামড়ানোর ঘটনা। সম্প্রতি বোলাঙ্গির জেলায় রেবিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দু’জনের, তাঁদের মধ্যে একজন আবার প্যারা-অ্যাথলিট।
দেখুন খবরটি
Stray dog bites 12 people, including women and children, in Odisha’s Ganjam#Odisha #Ganjamhttps://t.co/vznKiZSeGZ
— OTV (@otvnews) August 21, 2025
গোটা বিশ্বের রেবিসে মৃত্যুর ৩৬ শতাংশই ঘটে ভারতে
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভারতে গোটা বিশ্বের রেবিসে মৃত্যুর প্রায় ৩৬ শতাংশ ঘটনা ঘটে। তাই কুকুর কামড়ানোর পর যত দ্রুত সম্ভব অ্যান্টি-রেবিস ভ্যাকসিন নেওয়াই জীবন বাঁচাতে পারে।