‘আই লাভ মহম্মদ’ (I Love Mohammad)-এর সমর্থনে এবার বারেলিতে বেরোলো মিছিল। শুক্রবার মুসলিম সম্প্রদায়ের এই মিছিলের নেতৃত্ব দেন ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের সুপ্রিমো মৌলানা তৌকির রেজা খান। আর সেই মিছিল আটকানোর প্রথম থেকে চেষ্টা করে উত্তরপ্রদেশ পুলিশ। প্রথমে মাইকে ঘোষণা করা হয় অনুমতি ছাড়া এই মিছিল করা হচ্ছে, ফলে এখনই তা বন্ধ করতে হবে। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নির্দেশ অমান্য করেই ‘আই লাভ মহম্মদ’-এর প্ল্যাকার্ড হাতে এগোতে থাকেন। আর তার জেরেই উত্তেজনা চরমে পৌঁছায়। এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
লাঠিচার্জ করে পুলিশ
জানা যাচ্ছে, এদিন দুপুরে আলা হজরত দরগা নমাজ পড়ে এসে জমায়েত করতে থাকেন আন্দোলনকারীরা। পুলিশসূত্রে খবর, এদের উদ্দেশ্য ছিল দরগা থেকে মৌলানা তৌকির রেজা খানে বাসভবন পর্যন্ত মিছিল করা। কিন্তু তা শুরু আগেই থামিয়ে দেয় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে বিরাট পুলিশ বাহিনী। তাঁরা আন্দোলনকারীদের আটকাতে গেলে হাতাহাতি পর্যায়ে পরিস্থিতি পৌঁছে যায়। আর তারপরেই প্রতিবাদীদের মধ্যে কয়েকজন ইটবৃষ্টি শুরু করে। পাল্টা লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।
দেখুন ভিডিয়ো
#WATCH | Police deploy lathi charge as protestors pelt stones in Bareilly, UP, during the protests after the Friday prayers.
Protestors gathered outside Ala Hazrat Dargah & IMC chief Maulana Tauqeer Raza Khan's house, holding 'I Love Mohammad' placards. Heavy security is… pic.twitter.com/jm7bdvDfiR
— ANI (@ANI) September 26, 2025
পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে
দুপক্ষের হামলায় আহত হয়েছেন কয়েকজন। তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্তা জানান, “মিছিলের জন্য কেউই অনুমতি নেননি। তাই তাঁদের আটকানো হয়েছিল। পুলিশ যথেষ্ট সংযম দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গোটা এলাকা বর্তমানে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। হামলাকারীদের খোঁজে চলছে তল্লাশি অভিযান”।