Jail - Representational Image (File Photo)

ভুয়ো সংস্থা, আর সেই সংস্থার কর্মীদের জাল নথি। সেই নথি ব্যবহার করে বিভিন্ন ব্যাঙ্ক থেকে ১০ কোটি টাকার লোন নিয়েছিলে দুই যুবক। নয়ডা (Noida) এসটিএফ এই ঘটনার তদন্তে নেমে গাজিয়াবাদের কৌশাম্বী এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে। তাঁদের থেকে উদ্ধার নগদ ৫.১ লক্ষ টাকা, ৬৩টি ভুয়ো পরিচয়পত্র, ৩০টি চেকবই, ৩৯টি ক্রেডিট ও ডেবিট কার্ড এবং ৮টি মোবাইল ফোন। পুলিশসূত্রে খবর, ধৃতরা ৪০ শতাংশ কমিশন নিয়ে এই টাকা অন্যদের লোন দিত এবং সেখান থেকে সুদে টাকা তুলত অভিযুক্তরা। ঘটনার তদন্ত জারি রেখেছে তদন্তকারী আধিকারিকরা।

দেখুন পোস্ট