উত্তরপ্রদেশে স্পেশাল টাস্ক ফোর্সের সংখ্যা বাড়ানো ক্ষেত্রে এবার আরও নতুন ইউনিট তৈরির দিকে নজর দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। এর পাশাপাশি আরও নতুন পদ সৃষ্টিও করা হবে বলে জানানো হয়েছে সরকারি এক আধিকারিকের তরফে।
আগ্রা, গোরক্ষপুর, প্রয়াগরাজ এবং বেরেলিতে সেই উদ্দেশ্য়ে ইতিমধ্যেই জমি অদিগ্রহনের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।এই প্রকল্পের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথের অনুমতিও মিলছে । এসটিএফের আবাসন তৈরির জন্য যাবতীয় অর্থ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।
সরকারের পক্ষ থেকে ২৮৪.২২ লক্ষ টাকা দেওয়া হয়েছে আগ্রার জন্য, ২৫৩.৬২ লক্ষ টাকা দেওয়া হয়েছে গোরক্ষপুরের জন্য, ২৫৮.৮৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রয়াগরাজের জন্য, ২২৮.২২ লক্ষ টাকা দেওয়া হয়েছে বেরেলির জন্য।এছাড়া নয়ডাতে একটি হস্টেল তৈরি করার ক্ষেত্রে দেওয়া হয়েছে ৯৬২.১৯৩ লক্ষ টাকা।
অযোধ্যার জন্য ইতিমধ্য়েই জমি দেখার কাজ শুরু হয়েছে। ১৩ পোস্ট তৈরি করার কথাও জানানো হয়েছে। ৫৯.১৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রয়োজনীয় গা়ড়ি কেনার জন্য।
The Yogi Adityanath govt in Uttar Pradesh has decided to strengthen the #SpecialTaskForce (STF) by establishing its units in four more districts and filling up vacant posts. pic.twitter.com/e2ms5ph6AA
— IANS (@ians_india) May 23, 2023