উদ্ধার করা হচ্ছে গাড়িটি (ছবিঃX)

নয়াদিল্লিঃ ‘গুগ্‌ল ম্যাপ’কে ভরসা করেই বিপত্তি। ৩০ ফুট গভীর নর্দমায় পড়ে গেল গাড়ি। মৃত স্টেশন মাস্টার। শনিবার দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায়। মৃত তরুণের নাম ভপ্রত ভাটি। পেশায় স্টেশন মাস্টার। নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে গাড়িটি। স্থানীয় সূত্রে খবর, গাড়ি চালিয়ে কানসারের দিকে যাচ্ছিলেন তিনি। রাস্তা জানতে সাহায্য নিচ্ছিলেন গুগুল ম্যাপের।

গাড়ি নিয়ে ৩০ ফুট গভীর নর্দমায় পড়ে মৃত স্টেশনমাস্টার

প্রত্যক্ষদর্শীদের দাবি, গুগ্‌ল ম্যাপ দেখে গাড়ি চালাতে চালাতে লক্ষ্য করেননি যে তিনি নর্দমায় নেমে পড়েছেন। গাড়িটি নর্দমায় পড়তে ছুটে আসেন প্রত্যক্ষদর্শীরা। গাড়ির দরজা ভিতর থেকে আটকানো ছিল তাই জানলার কাচ ভেঙে ওই যুবককে উদ্ধার করেন তাঁরা। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ আধিকারিকেরা। ওই এলাকায় সতর্কতা বিজ্ঞপ্তি জারি করে বিশেষ বোর্ড লাগানোর জন্য পুলিশের কাছে অনুরোধ করেছেন স্থানীয়রা।

গুগুল ম্যাপের উপর ভরসা করে প্রাণ হারালেন স্টেশন মাস্টার