একটা 'OK'বলার ভুল। হ্যাঁ, একটা 'OK'। সেই সময় তাঁর মাইক্রোফনটি অন ছিল সেটা তিনি খেয়াল করেননি। স্টেশন মাস্টারে আগের কথাগুলো বুঝতে না পেরে শুধু 'ok'কথাটা শুনে সিগন্যাল ম্যান 'গ্রিন সিগন্যাল' দেখিয়ে দেন।
সেই সময় ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত অঞ্চল দিয়ে রাতে যাচ্ছিল মালবহনকারী ট্রেনটি। স্টেশনের কাছে সবুজ সিগন্যাল দেখে ট্রেনটি স্বাভাবিক গতিতেই চলে যায়। কিন্তু এখানেই গয়ে যায় বড় ভুল। রাতে মাওবাদী অধ্যুষিত অঞ্চলে বিশেষ নজরদারি দলের অনুমতি ছাড়া ট্রেনকে কিছুতেই ছাড়া যায় না। বরাত জোরে সেদিন সেই মালগাড়িটিতে কোনও দুর্ঘটনা হয়নি। কিন্তু সেই ঘটনার জন্য এক মামলায় ভারতীয় রেলকে ৩ কোটি টাকার জরিমানা করা হল।
দেখুন খবরটি
An ‘OK’ from a #station master to his wife, with whom he was on a #phone call, resulted in a freight #train being dispatched down a restricted route in a Maoist-affected area in #Chhattisgarh, resulting in a loss of ₹3 crore to the #IndianRailways.
Here's what happened:… pic.twitter.com/rJoQHC9h3O
— Hindustan Times (@htTweets) November 9, 2024
বিশাখাপত্তনাম থেকে ছত্তিশগড়ে স্টেশন মাস্টারীর দায়িত্ব নিতে আসা সেই রেলকর্মীরে সাসপেন্ড করা হয়েছে। এখানেই শেষ নয়, তাঁর স্ত্রীর সঙ্গে ডিভোর্সের মামলাও চলছে সাসপেন্ড হওয়া স্টেশন মাস্টার। 'OK'বলার সেই দুর্ভাগ্যের রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাদানুবাদ চলছিল।