তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনে অনেক প্রচারের পরেও তেমন চাপ ফেলতে পারেনি বিজেপি। কংগ্রেস যেখানে ৬৪টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে, সেখানে দক্ষিণের এই রাজ্যে বিজেপি পেয়েছে মাত্র ৮টি আসন। গত লোকসভা নির্বাচনে তেলাঙ্গানায় ৪টি আসনে জিতেছিল বিজেপি। এবার সেখানে বেশ কঠিন চ্য়ালেঞ্জ পদ্মশিবিরের কাছে। তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি-কে রাজ্য সভাপতি করে আনা হয়েছিল। বান্দি সঞ্জয় কুমার তেলাঙ্গানায় বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন দল দারুণ জায়গায় গিয়েছিল। কিন্তু তাঁকে সরিয়ে কিষাণ রেড্ডিকে দায়িত্ব দেওয়া হয়।
কিষাণের নেতৃত্বে তেলাঙ্গানা বিধানসভায় তেমন ভাল ফল করতে পারেনি বিজেপি। তারপরেও আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ১৭টি লোকসভা আসনের দায়িত্ব দেওয়া হল কিষাণ রেড্ডিকেই।
দেখুন খবরটি
#BJP in Telangana has announced in-charges for all 17 Lok Sabha constituencies for the coming elections.
State BJP chief #GKishanReddy appointed Lok Sabha political in-charges for all the constituencies. pic.twitter.com/QPz85rcJBj
— IANS (@ians_india) January 8, 2024
কিষাণ রেড্ডিকে পলিটিক্যাল ইনচার্জ নামের সর্বোচ্চ পদে বসিয়ে তেলেঙ্গানার ১৭টি লোকসভা কেন্দ্রের একজন করে ইনচার্জ নিয়োগ করল বিজেপি। সম্প্রতি রাজ্যে ক্ষমতায় আসা কংগ্রেস ঝড় রুখতে তেলাঙ্গানায় আদাজল খেয়ে নামছে পদ্মশিবির।