Srinagar Blast. (Photo Credits:X)

Srinagar Blast: ভয়াবহ বিস্ফোরণ এবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে। শ্রীনগরের এক থানায় (Nowgam Police Station Blast) বিস্ফোরক পরীক্ষা করতে গিয়ে বড় বিপত্তি। থানায় ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হল। গুরুতর জখম ২৯। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ সদস্য, ফরেনসিক বিশেষজ্ঞরা। শুক্রবার গভীর রাতে (প্রায় রাত ১১:২০ মিনিটে) শ্রীনগরের উপকণ্ঠে অবস্থিত নউগাম পুলিশ স্টেশনে ভয়াবহ এই বিস্ফোরণটি হয়। মৃতদেহগুলো শনাক্তকরণের জন্য শ্রীনগর পুলিশ কন্ট্রোল রুমে রাখা হয়েছে। আহতদের সেনা হাসপাতাল ও এসকেআইএমএস-এ চিকিৎসা করা হচ্ছে। পোড়া ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চলছে।

বিস্ফোরণের পর দাউদাউ করে জ্বলছে এলাকা

কীভাবে ঘটল বিস্ফোরণ

থানায় রাখা ৩৬০ কেজি বাজেয়াপ্ত বিস্ফোরক (অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট ও সালফারসহ) থেকে নমুনা বের করে পরীক্ষা করার সময় বিস্ফোরণ ঘটে। কোনো সন্ত্রাসবাদী যোগসূত্র পাওয়া যায়নি এবং নাশকতার সম্ভাবনাও কর্তৃপক্ষ উড়িয়ে দিয়েছে। এই বিস্ফোরকগুলো গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লা গাড়ি বিস্ফোরণে (যেখানে ১২ জন মারা গিয়েছিল) জড়িত একটি "হোয়াইট-কলার" সন্ত্রাস চক্রের তদন্তের সূত্রে উদ্ধার করা হয়েছিল। ওই নেটওয়ার্কটি জইশ-এ-মোহাম্মদ ঘনিষ্ঠ, এবং শ্রীনগর, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লির বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে যুক্ত।

দেখুন বিস্ফোরণের ভিডিও

৩০ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে

উচ্চমাত্রার ওই বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল, তা ৩০ কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে। এর ফলে পুলিশ স্টেশনের বড় অংশ ধ্বংস হয়ে যায়, কয়েকটি যানবাহন দুমড়ে-মুচড়ে যায়, আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ধারাবাহিক ছোট ছোট বিস্ফোরণের কারণে উদ্ধারকাজ শুরু হতে দেরি হয়। শ্রীনগরের ডেপুটি কমিশনার অক্ষয় লাবরু আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে যান।