শ্রীনগর, ২৮ ডিসেম্বরঃ চলতি বছরে শীতহীন বড়দিনের (Christmas 2024) সাক্ষী থেকেছে কলকাতাবাসী। একদিকে পশ্চিমবঙ্গ থেকে উধাও শীত। অন্যদিকে ক্রিসমাসের ঠিক দুদিন পরেই মরসুমের প্রথম তুষারপাত হয়েছে ভূস্বর্গের রাজধানী শ্রীনগরে (Srinagar Snowfall)। ডিসেম্বর থেকেই কাশ্মীরের (Kashmir) বিভিন্ন প্রান্তে বরফ পড়া শুরু হয়েছে। তবে শ্রীনগরে মরসুমের প্রথম বরফ পড়ল শুক্রবার। এক ধাক্কায় আরও কমেছে তাপমাত্রা।
তুষারপাত শুরু হতেই স্থানীয় লোকজন এবং পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস বাড়ে কয়েকগুণ। কিন্তু এবার তুষারপাতের জেরেই বিপাকে পর্যটকরা। খারাপ আবহাওয়ার কারণে শনিবার, ২৮ ডিসেম্বর শ্রীনগর বিমানবন্দরের (Srinagar Airport) সমস্ত ফ্লাইট বাতিল করে দিতে হল। ভারী তুষারপাত এবং আকাশের দৃশ্যমানটা ব্যাপক হারে কমে যাওয়ায় উড়ান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ।
ভারী তুষারপাতের জেরে শ্রীনগর বিমানবন্দর স্থগিত
শনিবার বিমানবন্দরের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ঘোষণা করা হয়, খারাপ আবহাওয়ার কারণে শ্রীনগর বিমানবন্দরের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্যে যাত্রীদের নিজেদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাতিল শনির সব উড়ান...
Due to bad weather conditions, all flights at Srinagar Airport have been cancelled. Passengers are advised to contact their airlines for updates. We regret the inconvenience and appreciate your understanding.
— Srinagar Airport (@SrinagarAirport) December 28, 2024
শ্রীনগর ছাড়াও শুক্রবার গন্ডারবাল, অনন্তনাগ, কুলগাম, শোপিয়ান, পুলওয়ামা, ডোডা, রামবানের মত একাধিক এলাকায় তুষারপাত হয়েছে। বরফ পড়ার ফলে বন্ধ হয়েছে গিয়েছে দক্ষিণ কাশ্মীরের বহু রাস্তা। ব্যাহত হচ্ছে যান চলাচল। জম্মুতে এদিন প্রবল বৃষ্টিও হয়। প্রবল তুষারপাতের জেরে এবার ধাক্কা খেল বিমান পরিষেবা। শনিবার শ্রীনগর বিমানবন্দরের সমস্ত বিমান বাতিল করা হয়েছে। ফলে শ্রীনগর যাওয়া কিংবা শ্রীনগর থেকে ফেরার ক্ষেত্রে যাত্রী দুর্ভোগের শিকার যাত্রীরা।