কলকাতাঃ চব্বিশের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) অন্যতম কেন্দ্র হল শ্রীরামপুর। এই কেন্দ্রের বর্তমান সাংসদ হলেন কল্যাণ বন্দোপাধ্যায়। এ বারের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন দীপ্সিতা ধর। অন্যদিকে তৃণমূল টিকিট দিয়েছে কল্যাণ বন্দোপাধ্যায়কেই। আর বিজেপির হয়ে দাঁড়িয়েছেন কবীর শঙ্কর বোস। এই কেন্দ্রের ভোটগ্রহণ ছিল ২০শে মে। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রটি গঠিত। যার মধ্যে রয়েছে উত্তরপাড়া, চন্ডীতলা, জাঙ্গীপাড়া, ডোমজুড়, জগৎবল্লভপুর, চাঁপদানী ও শ্রীরামপুর।

২০০৯ সাল থেকে এই শ্রীরামপুর কেন্দ্রের দখল রাজ্যের শাসক দলের হাতে। ২০০৯ লোকসভা নির্বাচন থেকে এই কেন্দ্রে জিতে আসছেন কল্যাণ বন্দোপাধ্যায়। এ বারও এই কেন্দ্রের ভার তাঁর হাতেই দিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০০৯ সালে সিপিএম প্রার্থী শান্তশ্রী চট্যোপাধ্যায়কে ১,৩৭,০০০ ভোটে হারিয়ে হারিয়ে প্রথম সাংসদ হন কল্যাণ বন্দোপাধ্যায়। সে বার ৫ লক্ষ ৬৯ হাজার ৭২৫ ভোট পেয়েছিলেন তিনি। এরপর ২০১৪ লোকসভা নির্বাচনে ফের জেতেন তিনি। সে বার ৫ লক্ষ ১৪ হাজার ৯৩৩ ভোটে জিতেছিলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএম প্রার্থী তীর্থঙ্কর রায়। তিনি পেয়েছিলেন ৩ লক্ষ ৬২ হাজার ৪০৭ ভোট। সে বার বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ী। তিনি পেয়েছিলেন ২ লক্ষ ৮৭ হাজার ৭১২ টি ভোট। ২০১৯ সালে ফের এই কেন্দ্রে ক্ষমতা কায়েম করে তৃণমূল কংগ্রেস। বিজেপির দেবরাজ সরকারকে হারিয়ে ফের জয়ী হন কল্যাণ বন্দোপাধ্যায়। ৬ লক্ষ ৩৭ হাজার ৭০৭ ভোটে জিতেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন দেবরাজ সরকার। বিজেপির হয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৭১১ টি ভোট পেয়েছিলেন তিনি। এ বারের নির্বাচনে এই কেন্দ্র দখলের খেলায় ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। মানুষের রায় কি বলে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৪ঠা জুন পর্যন্ত।