দিল্লি, ৩ জুন: পাকিস্তানি গুপ্তচর (Pakistan) সংস্থা আইএসআইয়ের (ISI) সঙ্গে যোগাযোগ করে, তাদের হয়ে খবর পাচারের অভিযোগে সাজা হল প্রাক্তন ব্রাহ্মোস অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার নিশান্ত আগরওয়ালের। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের তথ্য ফাঁস করার অভিযোগে ২০১৮ সালে নিশান্ত আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর ওই সালেই গ্রেফতার করা হয় নিশান্তকে। এবার যাবজ্জীবন সাজা ঘোষমা হল নিশান্ত আগরওয়ালের।
নিশান্ত আগরওয়াল ব্রাহ্মোস অ্যারোস্পেসের একজন সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার ছিলেন। DRDO এবং রাশিয়ার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কনসোর্টিয়াম-এর মধ্যে একটি যৌথ উদ্যোগে তখন কাজ চলছিল। যা ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উপর কাজ হয়। ওই ক্ষেপনাস্ত্র স্থল, বায়ু, সমুদ্র এবং জলের নীচে থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। এই মিশনেই চলছিল কাজ।
২০১৮ সালে নিশান্ত আগরওয়ালের গ্রেফতারির পর অতিরিক্ত দায়রা আদালতের বিচারক এমভি দেশপান্ডে নিজের নির্দেশে বলেন, সংশ্লিষ্ট অভিযুক্তকে তথ্য প্রযুক্তি আইনের ধারা ৬৬ (এফ) এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের-সহ বিভিন্ন ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধী হিসেবে গণ্য করা হয়।