বেশ কয়েকমাস ধরেই আর্থিক সংকটে ভুগছে ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেট (SpiceJet)। কর্মচারীদের পিএফের টাকা একদিকে যেমন দিতে পারছে না, তেমনই অন্যদিকে বাতিল হওয়ার সমস্যা আরও বড়মাত্রায় দেখা দিচ্ছে। আর বাতিল হওয়া বিমানগুলি দীর্ঘক্ষণ এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকার কারণে অতিরিক্ত টাকা বিমানবন্দরকে দিতে হয়, সেই টাকাও বাকি থেকে যাচ্ছে স্পাইসজেটের। আর এই বকেয়া না মেটানোর কারণে সংস্থার ওপর বারতি নজরদারির নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের। জানা যাচ্ছে স্পট চেক এবং অপারেশনাল নিরাপত্তার কারণে রাতের দিকে অডিট করতে হবে। সেই সঙ্গে বিমানবন্দরে এই সংস্থার বিমান কতক্ষণ থাকছে সেইদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার স্পাইটজেটের ওপর বারতি নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গতমাসে দুবাই এয়ারপোর্টে বকেয়া পরিশোধ না করার কারণে স্পাইসজেটের বিমান বাতিল করেছিল সেই দেশের বন্দর কর্তৃপক্ষ। সেবার যাত্রীদের কাছে অপারেশনাল সমস্যার কথা জানিয়েছিল সংস্থা। পাশাপাশি তাঁদের সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হয়ছিল। কিন্তু এই যাত্রী হয়রানীর কারণে সিভিল অ্যাভিয়েশনের কর্তৃপক্ষের কাছে কড়া ভর্ৎসনা শুনতে হয়ছিল স্পাইসজেটকে। এবং বন্দরের সমস্ত বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেও কোনও বকেয়া না মেটানোয় এবার কড়া নজরদারির মধ্যে পড়তে হল বিমান সংস্থাকে।