Speeding Truck Rams Tejashwi Yadav's Convoy (Photo Credits: X)

পাটনা, ৭ জুনঃ সদ্য বাবা হয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। স্ত্রী রাজশ্রী জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। পরিবারে খুশির হাওয়া। এরই মাঝে দুর্ঘটনার কবলে পড়লেন লালুপ্রসাদ যাদবপুত্র তেজস্বী। দ্রুত গতির ট্রাক সজোরে এসে ধাক্কা দিল তেজস্বীর কনভয়ে। জখম হয়েছেন আরজেডি নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন জন নিরাপত্তা কর্মী। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। এই ঘটনার জেরে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

দুর্ঘটনার কবলে তেজস্বী যাদবের কনভয়ে

শুক্রবার রাতে বিহারের মাধেপুরায় একটি অনুষ্ঠান থেকে পাটনা ফিরছিলেন লালু পুত্র। বৈশালী জেলায় হাজিপুর-মুজাফফরপুর হাইওয়েতে রাত সাড়ে ১২টা নাগাদ ঘটে দুর্ঘটনা। নিরাপত্তা লঙ্ঘন করে তেজস্বীর কনভয়ে ঢুকে পড়ে দ্রুত গতির একটি ট্রাক। আরজেডি (RJD) নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন জন নিরাপত্তা কর্মী দুর্ঘটনার জেরে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জেরে দুর্ঘটনাটি ঘটেছে। কনভয়ে ঢুকে পড়ে দু-তিনটি গাড়িতে ধাক্কা দেয়। আহত নিরাপত্তা কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহত নিরাপত্তা কর্মীদের দেখতে হাসপাতালে তেজস্বী

দুর্ঘটনার ব্যাখ্যা করে তেজস্বী জানান, মাধেপুরা থেকে পাটনা ফেরার পথে হাজিপুর-মুজাফফরপুর হাইওয়ের ধারে চা খাওয়ার জন্যে কনভয়ে থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কনভয়ের গাড়ি একে একে থামানো হচ্ছে, এমন সময়েই দ্রুত গতির ট্রাক ভিতরে ঢুকে পড়ে। পরপর ২-৩টি গাড়িতে ধাক্কা দেয়। নিরাপত্তা কর্মীরা সেখানে দাঁড়িয়ে ছিলেন। ট্রাক তাঁদের ধাক্কা মেরেছে। আমার থেকে মাত্র ৫ ফুট দূরে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটি আর একটু এগিয়ে আসলে আমারও ধাক্কা লাগত'। আহত নিরাপত্তা কর্মীদের দেখতে হাসপাতালের আসেন তেজস্বী। চিকিৎসক জানিয়েছেন, আহতরা সকলেই বিপদমুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।