নয়াদিল্লিঃ পহেলগাঁওয়ে (Pahalgam error Attack) নাশকতার বলি ২৬ টি নিরীহ প্রাণ। কাশ্মীরে (Jammu and Kashmir) ঘুরতে গিয়ে সন্ত্রাসবাদীদের (Terrorist) গুলিতে মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের। কীভাবে পাইনের জঙ্গল পেরিয়ে পহেলগাঁওয়ে ঢুকল সন্ত্রাসীরা? শুরু থেকেই উঠতে থাকে প্রশ্ন। এবার তদন্তকারীদের হাতে বড় তথ্য। মনে করা হচ্ছে, অ্যালপাইন কোয়েস্ট এনক্রিপ্টেড অ্যাপের সাহায্য নিয়ে এই অপারেশন চালায় সন্ত্রাসবাদীরা। এই অ্যাপের মাধ্যমেই পুলিশ ও পর্যটকদের উপর লাগাতার নজর রাখছিল জঙ্গিরা। কিন্তু ঘন পাইনের জঙ্গলের মধ্যে কীভাবে নেটওয়ার্ক পাচ্ছিল সন্ত্রাসীরা? গোয়েন্দারা মনে করছেন ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় এই বিশেষ অ্যাপ। মনে করা হচ্ছে, এই অ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে কথোপকথন চালিয়ে যাচ্ছিল তারা।
বিশেষ অ্যাপের সাহায্যে মৃত্যুর ছক? পহেলগাঁও হত্যাকাণ্ডে বড় আপডেট
এই ঘটনার তদন্তে নেমে আরও একটি অনুমানও করছেন গোয়েন্দারা। মনে করা হচ্ছে হিউম্যান নেটওয়ার্কও ব্যবহার করতে পারে জঙ্গিরা। কারা এই বিষয়ে জঙ্গিদের সাহায্য করছিল? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, মঙ্গলবার আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বৈষারন ভ্যালি। অনন্তনাগ জেলার পহেলগাঁও থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা। পাহাড়ে ঘেরা এই সুন্দর জায়গায় ভ্রমণে যান পর্যটকেরা। আর সেই সুযোগেই নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। স্ত্রী সন্তানের সামনে গুলি করে হত্যা করা হয় পর্যটকদের। নাম পরিচয় জেনে গুলি করা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
বিশেষ অ্যাপের সাহায্য নিয়ে নাশকতা, গোয়েন্দাদের হাতে বড় তথ্য
#PahalgamTerrorAttack | Big digital terror plot of #Pakistan; body cams, app-based location maps used by terrorists; Pak's ISI recruiting digitally trained terrorists#ITVideo | @PoojaShali pic.twitter.com/aaSjksUjNK
— IndiaToday (@IndiaToday) April 24, 2025