Priyanka Gandhi (Photo Credit: Instagram)

দিল্লি, ২১ জুন: কেরলের (Kerala) ওয়েনাড় (লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার লড়াই করবেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধী ওয়েনাড় (Wayanad) থেকে ইস্তফা দিচ্ছেন। রায়বেরিলির সাংসদ হয়েই কাজ করবেন বলে জানা যায়। রাহুল গান্ধী রায়বেরিলিতে সরে আসায়, ফাঁকা হচ্ছে ওয়েনাড়। আর সেই ওয়েনাড় আসনেই এবার কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। সম্প্রতি হাত শিবিরের তরফে এমন খবর প্রকাশ করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাড় কেন্দ্র থেকে লড়াই করবেন এবং তাঁর হয়ে প্রচার করতে পারেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের তরফে এমনই খবর মিলছে।

আরও পড়ুন: NEET UG 2024 Paper Leak Case: 'বিজেপির দুর্নীতি দেশকে দুর্বল করে দিচ্ছে', প্রশ্নফাঁস ইস্যুতে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর

যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি। কংগ্রেস শিবিরকেও কোনও মন্তব্য করতে শোনা যায়নি। তবে রাজনৈতিক মহলের গুঞ্জন, ওয়েনাড় কেন্দ্রের উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে প্রচার করতে পরেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।